Shabaash Mithu Trailer| Sourav Ganguly Tweet: মিতালি রাজের ভূমিকায় তাপসীর ছক্কা! সৃজিতের ছবির ট্রেলার ট্যুইট করে দাদাও বললেন #ShabaashMithu
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Film on Mithali Raj: ছবির ট্রেলার মুক্তির পর সকলেই প্রসংশা করেছেন৷ বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ট্যুইট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ৷
#মুম্বই: ফাটিয়ে দিলেন মিতালি থুড়ি তাপসী৷ ভারতীয় মহিল ক্রিকেট তারকা মিতালি রাজকে নিয়ে তৈরি ছবিতে তাপসী পান্নু নাম ভূমিকায়৷ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি সাবাশ মিতু-র ট্রেলার নিয়ে আগ্রহ ছিল৷ এবং হিসেব মতোই ছক্কা হাঁকালেন তাপসী পান্নু৷ মাঠের মিতালিই যেন হুবহু ধরা পড়েছে পর্দায়৷ ছবির ট্রেলারটি ট্যুইট করেছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়৷ প্রশংসা করেছেন৷ ছবির হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি৷ #GirlWhoChangedTheGame, এই ভাবেই মিতালি রাজের কাহিনি তুলে ধরা হচ্ছে পর্দায়৷
https://t.co/q0gUpfbIsR #GirlWhoChangedTheGame@M_Raj03 @sachin_rt @taapsee @srijitspeaketh @AndhareAjit @priyaaven @Viacom18Studios @TSeries #ColosceumMedia
— Sourav Ganguly (@SGanguly99) June 20, 2022
advertisement
ভারতে ক্রিকেট নিয়ে মাতামাতির শেষ নেই৷ অলিতে গলিতে অনেক খুদের চোখেই স্বপ্ন থাকে ভাবিষ্যতে সচিন বা সৌরভ হয়ে ওঠার৷ তবে মূলত এই খেলাতেও রয়েছে পুরুষতন্ত্রের ছোঁয়া৷ কারণ খুব কম মহিলা নিজের পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নেন৷ বা ভাবতে পারেন৷ পরিবারের সহযোগিতা পান৷ তবে সেই মোড় ঘুরিয়েছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীর মতো মহিলা ক্রিকেটররা৷ তাঁরা দিশা দেখাচ্ছেন বহু মেয়েদের৷ মহিলারাও যে নামী ক্রিকেটার হয়ে উঠতে পারেন, সেই বার্তা দিচ্ছেন৷ সেই চিন্তা থেকেই তৈরি ছবি সাবাশ মিতু৷ নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প শোনাবেন মিতালি রাজ, অবশ্যই তাপসীর মাধ্যমে৷ তাপসীও খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন সেই কাহিনি৷ সেই জেদ, সেই লড়াই, জেতার স্পৃহার উঠে আসবে ছবিতে৷
advertisement
ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মিতালি রাজ। গত ৮ জুন অবসর ঘোষণা করেন। পরপর সাতটি অর্ধ শতরান করার রেকর্ড রয়েছে মিতালির ঝুলিতে। চারটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নিজের দীর্ঘ কেরিয়ারে এমন অনেক রেকর্ড গড়েছেন। তাঁর জীবনের কাহিনিই পর্দায় তুলে ধরেছেন পরিচালক সৃজিত। পাশাপাশি মহিলা ক্রিকেটারদের লড়াইয়ের কাহিনিও দেখিয়েছেন তিনি।
advertisement
ছবির ট্রেলার মুক্তির পর সকলেই প্রসংশা করেছেন৷ বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ট্যুইট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ৷ কারণ তিনি বাস্তবেও মহিলা ক্রিকেটারদের অনুপ্ররণা জোগান৷ এবং পর্দার এই গল্পকেও বাহবা দিলেন৷ বুঝিয়ে দিলেন যে দেশে পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেটারদেরও উৎসাহ দিচ্ছেন তিনি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2022 2:45 PM IST