Karisma Kapoor in ParkStreet: পার্কস্ট্রিটের রাস্তায় করিশ্মা! Trincas-এ হাজির অভিনেত্রী

Last Updated:
ওয়েব সিরিজে অভিনয় করতে কলকাতায় আসেন করিশ্মা৷
1/5
*কলকাতায় করিশ্মা কাপুর৷ কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটের রাস্তায় দেখা গেল তাঁকে৷ একেবারে ট্রিঙ্কাসের সামনে৷
*কলকাতায় করিশ্মা কাপুর৷ কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটের রাস্তায় দেখা গেল তাঁকে৷ একেবারে ট্রিঙ্কাসের সামনে৷
advertisement
2/5
*তিনি এসেছিলেন Trincas-এ৷ সেখানে তিনি জ্যজ শোনেন৷ অবাক হয়ে যান, খুবই প্রশংসা করেন সেই সঙ্গীতের৷ তবে এখানেই শেষ নয়৷ কলকাতার ঐতিহ্যবাহী রেস্তোরাঁয় আসবেন আর চেখে দেখবেন না জনপ্রিয় ডিশগুলি৷ তাও কী হয়?
*তিনি এসেছিলেন Trincas-এ৷ সেখানে তিনি জ্যজ শোনেন৷ অবাক হয়ে যান, খুবই প্রশংসা করেন সেই সঙ্গীতের৷ তবে এখানেই শেষ নয়৷ কলকাতার ঐতিহ্যবাহী রেস্তোরাঁয় আসবেন আর চেখে দেখবেন না জনপ্রিয় ডিশগুলি৷ তাও কী হয়?
advertisement
3/5
*তিনি একা আসেননি৷ বেশ কয়েকজন ছিলেন তাঁর সঙ্গে৷ সকলে মিলে খাবার অর্ডার করেন৷ তাঁদের অর্ডারের তালিকায় ছিল স্পেগেটি বলগনিজ, কালি ডাল, কুলচা, মটন রেগনজুস৷ খেতে খুবই ভালবাসেন কাপুর খানদানের কন্যা৷ তবে মেদ ঝরঝরে শরীরে জন্য ডায়েট মেনে চলতে হয় তাঁকে৷ তবে এদিন যেন সব ডায়েটকে নো নো বলে তিনি চেটেপুটে খেলেন ট্রিঙ্কাসের স্পেশ্যাল খাবার৷
*তিনি একা আসেননি৷ বেশ কয়েকজন ছিলেন তাঁর সঙ্গে৷ সকলে মিলে খাবার অর্ডার করেন৷ তাঁদের অর্ডারের তালিকায় ছিল স্পেগেটি বলগনিজ, কালি ডাল, কুলচা, মটন রেগনজুস৷ খেতে খুবই ভালবাসেন কাপুর খানদানের কন্যা৷ তবে মেদ ঝরঝরে শরীরে জন্য ডায়েট মেনে চলতে হয় তাঁকে৷ তবে এদিন যেন সব ডায়েটকে নো নো বলে তিনি চেটেপুটে খেলেন ট্রিঙ্কাসের স্পেশ্যাল খাবার৷
advertisement
4/5
*ওয়েব সিরিজে অভিনয় করতে কলকাতায় আসেন করিশ্মা৷ অভিনয় দেও-র পরিচালনায় লোলো অভিনয় করবেন ওয়েবসিরিজ ‘ব্রাউন’-এ৷ নিও নোয়ার ঘরানার এই সিরিজে করিশ্মাকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে৷ তিনি ছাড়াও বহুদিন পর এই সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে আসছেন হেলেন৷ বাংলা থেকে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়ের মতো কুশীলবরা৷
*ওয়েব সিরিজে অভিনয় করতে কলকাতায় আসেন করিশ্মা৷ অভিনয় দেও-র পরিচালনায় লোলো অভিনয় করবেন ওয়েবসিরিজ ‘ব্রাউন’-এ৷ নিও নোয়ার ঘরানার এই সিরিজে করিশ্মাকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে৷ তিনি ছাড়াও বহুদিন পর এই সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে আসছেন হেলেন৷ বাংলা থেকে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়ের মতো কুশীলবরা৷
advertisement
5/5
*অভীক বড়ুয়ার লেখা ‘সিটি অব ডেথ’-এর ছায়ায় তৈরি হচ্ছে ‘ব্রাউন’৷ কলকাতার একাধিক আইকনিক জায়গায় চলছে শ্যুটিং৷  করিশ্মা জানিয়েছেন, এই সিরিজে এক জটিল পটভূমিতে তিনি অভিনয় করছেন এক অত্যন্ত শক্ত মানসিকতার চরিত্রে৷ ব্রাউনের গল্প শুধু চিত্তাকর্ষকই নয়, যে কোনও অভিনেতার কাছেই এই সিরিজে কাজ করা চ্যালেঞ্জিং বলে মত করিশ্মার৷ প্লট ও চরিত্রের বিন্যাসই তাঁকে এই সিরিজের প্রতি আকৃষ্ট করেছে বলে জানান তিনি৷
*অভীক বড়ুয়ার লেখা ‘সিটি অব ডেথ’-এর ছায়ায় তৈরি হচ্ছে ‘ব্রাউন’৷ কলকাতার একাধিক আইকনিক জায়গায় চলছে শ্যুটিং৷ করিশ্মা জানিয়েছেন, এই সিরিজে এক জটিল পটভূমিতে তিনি অভিনয় করছেন এক অত্যন্ত শক্ত মানসিকতার চরিত্রে৷ ব্রাউনের গল্প শুধু চিত্তাকর্ষকই নয়, যে কোনও অভিনেতার কাছেই এই সিরিজে কাজ করা চ্যালেঞ্জিং বলে মত করিশ্মার৷ প্লট ও চরিত্রের বিন্যাসই তাঁকে এই সিরিজের প্রতি আকৃষ্ট করেছে বলে জানান তিনি৷
advertisement
advertisement
advertisement