বৈশালীকে হুমকি, হবু বরকে মেসেজ! বোনের আত্মহত্যা নিয়ে তথ্য ফাঁস অভিনেত্রীর দাদার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
দাদা নীরজের অভিযোগ, রাহুল নাকি তাঁর বোনকে হুমকি দিতেন। রাহুল এবং তাঁর বাবা ইন্দৌরে প্লাইউডের ব্যবসা চালান। বৈশালী মুম্বই থেকে ইন্দৌরে নিজের বাড়ি ফেরার পর থেকেই তাঁদের সম্পর্ক তৈরি হয়। একসঙ্গে জিম করতেন তাঁরা।
#ইন্দৌর: বৈশালী ঠক্করের আত্মহত্যার ঘটনায় এক এক করে রহস্য উদ্ঘাটন। তদন্তে উঠে আসছে নতুন নতুন তথ্য। গত ১৫ অক্টোবরের ঘটনার পর বৈশালীর ঘর থেকে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছিল, তা থেকে জানা গিয়েছে, তাঁর প্রাক্তন প্রেমিককে দায়ী করতে চেয়েছেন তিনি। সম্প্রতি 'ইয়ে রিশতা কেয়া কেহতা হ্যায়'- এর অভিনেত্রীর দাদা তাঁর বোন এবং রাহুল নাভলানির সম্পর্ক নিয়ে মুখ খুললেন।
দাদা নীরজের অভিযোগ, রাহুল নাকি তাঁর বোনকে হুমকি দিতেন। রাহুল এবং তাঁর বাবা ইন্দৌরে প্লাইউডের ব্যবসা চালান। বৈশালী মুম্বই থেকে ইন্দৌরে নিজের বাড়ি ফেরার পর থেকেই তাঁদের সম্পর্ক তৈরি হয়। একসঙ্গে জিম করতেন তাঁরা।
advertisement
advertisement
নীরজের কথায়, "রাহুল মাঝেমধ্যেই আমার বোনকে হুমকি দিত। বলত, 'তোকে সংসার পাততে দেব না। বিয়ে হতে দেব না।' নিজের ডায়েরিত্ব বৈশালী নিজের সমস্ত সম্পর্ক নিয়েই লিখে রাখত। যে ছেলের সঙ্গে বৈশালীর বাগদান হয়েছিল, রাহুল তাকেও মেসেজ করত।"
তেজাজি নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: সিরিয়ালের অভিনেত্রীর আত্মহত্যা, শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বোঝার উপায় নেই মনের অবস্থা!
বৈশালী গত বছর থেকে ইন্দৌরেই ছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকাহত গোটা টিভি ইন্ডাস্ট্রি।
'ইয়ে রিশতা কেয়া কেহতা হ্যায়'-তে সঞ্জনার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান বৈশালী। তা ছাড়া তিনি 'বিগ বস'-এও অংশ নিয়েছিলেন। 'সসুরাল সিমার কা', 'লাল ইশক' এবং' সুপার সিস্টার' ধারাবাহিকেও কাজ করেছিলেন অভিনেত্রী। সঞ্চালনা দিয়েই পেশাগত জীবন শুরু তাঁর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 2:18 PM IST

