Rabindra Sangeet : রাগের আধারে রবীন্দ্রসঙ্গীত, উস্তাদ রসিদ খান ও ইমতিয়াজ আহমেদের যুগলকণ্ঠে নতুন অ্যালবাম
- Written by:Manash Basak
- Published by:Teesta Barman
Last Updated:
Rabindra Sangeet : গানগুলিতে রাগের বিস্তার উস্তাদ রাশিদ খানের গলায় অনন্য হয়ে ধরা দিয়েছে। সেই সঙ্গে ইমতিয়াজ আহমেদের কণ্ঠে এবং উচ্চারণে রাগের আধারে এই পাঁচটি রবীন্দ্রসঙ্গীত যথাযথ আবেগে মিশে গিয়েছে।
কলকাতা: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ-রাগিণী বার বার উঠে এসেছে রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে। কথা-সুরের যে অনন্য মেলবন্ধনে রবীন্দ্রনাথের গান আমাদের চিরায়তভাবে আবিষ্ট করে রাখে, সেই সুরে বহু ক্ষেত্রে ছোঁয়া লেগেছে রাগসঙ্গীতের। সেই রাগের আধারে রবীন্দ্রনাথের গান নিয়েই নতুন এক অ্যালবাম উস্তাদ রাশিদ খান এবং ড. ইমতিয়াজ আহমেদের।
Tagore and Ragas শিরোনামে এই অ্যালবামে থাকছে মোট পাঁচটি গান। প্রথম গান- দেশ রাগের আধারে ‘এসো শ্যামল সুন্দর’। এর পর একে একে প্রকাশ পাবে ভৈরবী রাগে ‘কাল রাতের বেলা গান এলো মোর মনে’, বেহাগে ‘মহারাজ এ কি সাজে’, কেদার রাগে ‘প্রভু আমার প্রিয় আমার’ এবং ছায়ানট রাগের আধারে ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’।
advertisement
advertisement
রবীন্দ্রসঙ্গীত নিয়ে এর আগেও ভিন্নতর কাজ করেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইমতিয়াজ। কেন এই ভাবনা, এই প্রসঙ্গে শিল্পী বললেন, “রবীন্দ্রনাথের গানের পরিবেশনায় নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা অনেকেই করেছেন। এর সবগুলোই শেষপর্যন্ত রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠছে কি না এ নিয়ে আলোচনা, সমালোচনা, মতভেদও আছে। এসব ছাপিয়েও ভিন্নতর পরিবেশনের নানা প্রয়াস শ্রোতাদের মধ্যে কৌতূহল ও আগ্রহের সঞ্চার করেছে। ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথের গানের গায়কী, বাণীর ভাব ও সুরের শুদ্ধতা বজায় রেখে এই উপস্থাপনা শ্রোতার মনোযোগ পাবে বলেই মনে করছি।আর সেই শ্রোতাদের কথা মনে রেখেই এমন প্রচেষ্টা।”
advertisement
বলাই বাহুল্য, গানগুলিতে রাগের বিস্তার উস্তাদ রাশিদ খানের গলায় অনন্য হয়ে ধরা দিয়েছে। সেই সঙ্গে ইমতিয়াজ আহমেদের কণ্ঠে এবং উচ্চারণে রাগের আধারে এই পাঁচটি রবীন্দ্রসঙ্গীত যথাযথ আবেগে মিশে গিয়েছে। গানগুলি প্রকাশ পাচ্ছে ইমতিয়াজ আহমেদের ইউটিউব চ্যানেল থেকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 07, 2023 1:56 PM IST










