Urfi Javed: ক্যামেরার সামনে পোশাক বদল নায়িকার ! বুকের চেন লাগাতে ভুলে গেলেন! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Urfi Javed: ক্যামেরা চলছে খেয়াল নেই নায়িকার ! সামনে এল পোশাক বদলের ভিডিও
#মুম্বই: উরফি জাভেদ (Viral Video of Urfi Javed)। বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। বিগবস ওটিটিতে অংশ নেওয়ার পর থেকেই উরফির জনপ্রিয়তা বহুগুন বেড়ে গিয়েছে। উরফি তাঁর নানা কাণ্ডের জন্য মাঝে মধ্যেই উঠে আসেন খবরের শিরোনামে।
বিশেষ করে উরফির পোশাক নিয়ে চর্চা চলতেই থাকে। কয়েক দিন আগেই উরফি একটি বুক চেড়া ব্ল্যাক পোশাক পরে বাইরে এসেছিলেন(Viral Video of Urfi Javed)। রাস্তায় ওই পোশাকে উরফিকে দেখে ঘিরে ধরেছিলেন ভক্তরা। ওই পোশাকে শপিং মলে গিয়েছিলেন উরফি।
advertisement
advertisement
নায়িকাকে (Viral Video of Urfi Javed) দেখা মাত্রই ছুটে আসেন পাপারাৎজিরা। এই পোশাক নিয়ে চর্চাও হয় তুমুল। ভাইরাল হয় ভিডিও। অনেকেই বলেন এ আবার কি পোশাক। এই পোশাক পরে রাস্তায় কেন ? এসব প্রশ্নও করা হয় উরফিকে। কিন্তু নায়িকা জানেন কিভাবে থাকতে হয় খবরে।
বলিউডে প্রতিদিন চলে প্রতিযোগিতা। আর সেই লড়াইয়ে টিকে থাকতে হলে খবরে থাকাটা জরুরি। কিভাবে খবরে থাকতে হয় সে কৌশল খুব ভালো করে জানা আছে উরফির(Viral Video of Urfi Javed)।
advertisement
সম্প্রতি তাঁর একটি ভিডিও নিয়ে ফের শোরগোল পড়েছে নেট দুনিয়ায়। ইনস্টাগ্রামে উরফি বেশ অ্যাক্টিভ। সেখানেই তিনি পোস্ট করেন নানা ভিডিও।
আরও পড়ুন: ঝরঝর করে ইংরেজি বলেন ! কম্পিউটার সায়েন্সে স্নাতক! ভিক্ষা করে দিন কাটছে বেনারসে! ভাইরাল মহিলার ভিডিও
advertisement
এবার তিনি (Viral Video of Urfi Javed)একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে প্রথমে তাঁকে পালাজো ও টপে দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরার সামনেই তিনি ঝট করে বদলে ফেললেন পোশাক। তারপর উরফি একটি হালকা আকাশি রঙের পোশাক পরেন।
advertisement
সেই পোশাকে স্পষ্ট তাঁর শরীরের প্রতিটা অংশ। আবার স্তনের নিচে চেন লাগাতেও ভুলে যান তিনি। যদিও ওটাই পোশাকের স্টাইল(Viral Video of Urfi Javed)। নতুন স্টাইলে ধরা দিতে ভালোবাসেন উরফি। তাঁর প্রতিটি পোশাকেই থাকে নতুনত্ব!
তবে এই পোশাক দেখেই নেটিজেনদের প্রশ্ন শুরু। অনেকে কমেন্ট করে বলেছেন, "খবরে থাকার জন্য আপনি যা খুশি পরে ফেলছেন তো আজকাল।' আবার কেউ লিখেছেন, "জামার চেন লাগাতে ভুলে গেছেন নাকি"! কেউ কেউ আবার প্রশংসা করেছেন নায়িকার সাহসের। তবে আপাতত উরফির এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2021 2:57 PM IST