Urfi Javed-Kashmera Shah: 'নগ্ন হয়ে রাস্তায় দাঁড়ায় ! ফালতু!' উরফি জাভেদকে কটুক্তি বলি-স্টারের ! ছাড়লেন না নায়িকাও ! ভাইরাল ভিডিও

Last Updated:

Urfi Javed-Kashmera Shah: ভয়াবহ যুদ্ধ। ঝগড়া থামার নাম নেই। উরফিকে যাতা শুনতে হল বলি নায়িকার কাছে। ভাইরাল ভিডিও

এই প্রসঙ্গেই উরফি বলেছেন, মানুষ ,কী পাগল হয়ে গেছেন? তিনি স্কিন রংয়ের অন্তর্বাস পরে আছেন৷ সেটা কী কারও চোখে পড়ছে না?
এই প্রসঙ্গেই উরফি বলেছেন, মানুষ ,কী পাগল হয়ে গেছেন? তিনি স্কিন রংয়ের অন্তর্বাস পরে আছেন৷ সেটা কী কারও চোখে পড়ছে না?
#মুম্বই:  উরফি জাভেদ (Urfi Javed-Kashmera Shah) । বলিউডে বেশ জনপ্রিয় তিনি। তার কারণ উরফির পোশাক। বলতে গেলে উরফি একজন ইনস্টাগ্রাম স্টার। রোজ রোজ নতুন পোশাক পরে রাস্তায় চলে আসেন তিনি। কখনও গোটা শরীরে সামান্য কাপড়, আবার কখনও শুধু ছবি দিয়ে গোপনাঙ্গ ঢেকে বেরিয়ে পড়েন রাস্তা ঘাটে। এই সব করেই চলে উরফির। যদিও এর মধ্যে তিনি একবার বিগবসে গিয়েছেন। আর একটি ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল। ব্যশ এইটুকুই কাজ। এবার উরফিকে নিশানা বানালেন সুজান খানের বোন ফারহা আলি খান।
তিনি  (Urfi Javed-Kashmera Shah) ইনস্টাগ্রামে লিখলেন, "এসব কী ধরণের পোশাক? এরকম পোশাক পরে কেউ বাড়ির বাইরে যায় কী করে? বলিউডের বদনাম হয়ে যাচ্ছে।" ঠিক এই পোস্টের তলাতেই অভিনেত্রী পরিচালক কাশ্মীরা শাহ লেখেন, "উরফি কে? কী কাজ করেছে? ওর কাজের সংখ্যা তো জিরো। আমাদের অনেক কাজ আছে। একে নিয়ে মাথা ব্যথা করার মানে হয় না। একেবারেই ফালতু বিষয়।"
advertisement
advertisement
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
ব্যস যাবে কোথায়। এই কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন উরফি জাভেদ (Urfi Javed-Kashmera Shah) । তাঁকে ফের অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় পেয়ে গেলেন পাপারাৎজিরা। প্রশ্ন করা হল, কাশ্মীরা শাহ আপনার নামে বলেছেন কী শুনেছেন? সঙ্গে সঙ্গে রেগে গিয়ে উরফি বললেন, " হ্যাঁ শুনেছি। কিন্তু আমার প্রশ্ন হল উনি কে? বলিউডের কোথাও তো নেই উনি। আরে আমি তো কম করে ইনস্টাগ্রাম স্টার। ও তো সেটাও না। যত সব ফালতু লোকজন।" একে অপরকে নিয়ে এবার বেজায় ঝামেলায় পড়েছেন উরফি-কাশ্মীরা। তবে উরফির কিন্তু সাহস আছে বলতে হবে। বিখ্যাত হবার জন্য যা খুশি তাই করতে পারে। না হলে, সত্যিই কেউ কীভাবে এই রকম পোশাক পরে, রাস্তাঘাটে ঘুরে বেড়ান? কয়েক দিন আগেই শপিং মলে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। তাতেও কিছু এসে যায়নি উরফি জাভেদের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed-Kashmera Shah: 'নগ্ন হয়ে রাস্তায় দাঁড়ায় ! ফালতু!' উরফি জাভেদকে কটুক্তি বলি-স্টারের ! ছাড়লেন না নায়িকাও ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement