Urfi Javed: নগ্ন হয়ে বেরোলেই মারধর করা হবে, বিজেপি নেত্রীর হুমকি! তলবে সাড়া দিয়ে থানায় উরফি
- Published by:Teesta Barman
Last Updated:
Urfi Javed: ইনস্টাগ্রাম হোক বা মুম্বইয়ের রাস্তাঘাটে, উরফিকে প্রায়শই স্বল্প পোশাকে দেখা যায়, কখনও বা পোশাক ছাড়া অন্য কিছু দিয়ে শরীর ঢাকতে দেখা যায়। যার ফলে বহুবার তিনি কটাক্ষের মুখে পড়েছেন। এবারও একই রকম বিপদে পড়েছেন উরফি।
মু্ম্বই: অম্বোলি থানায় দুপুর একটা থেকে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হল মডেল-অভিনেত্রী উরফি জাভেদকে। বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের অভিযোগের ভিত্তিতে তাঁকে থানায় তলব করে অম্বোলি পুলিশ। চিত্রা অভিযোগ করেছিলেন, পাবলিক প্লেসে অশ্লীলতা ছড়ান উরফি। অভিনেত্রীও পাল্টা অভিযোগ করেছেন, বিজেপি নেত্রী তাঁকে ভয় দেখাচ্ছেন।
এই অভিযোগ, পাল্টা অভিযোগের পরেই অম্বোলি থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর শৈল কোরাডে উরফিকে জিজ্ঞাসাবাদ করেন। মুম্বই পুলিশ কমিশনার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। শৈল কোরাডেকেই এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি উরফিকে তলব করা হয় থানায়। মডেলও এই তলবে সাড়া দিয়েছেন।
advertisement
advertisement
ইনস্টাগ্রাম হোক বা মুম্বইয়ের রাস্তাঘাটে, উরফিকে প্রায়শই স্বল্প পোশাকে দেখা যায়, কখনও বা পোশাক ছাড়া অন্য কিছু দিয়ে শরীর ঢাকতে দেখা যায়। যার ফলে বহুবার তিনি কটাক্ষের মুখে পড়েছেন। এবারও একই রকম বিপদে পড়েছেন উরফি।
advertisement

বিজেপি নেত্রী মামলা দায়ের করার পাশাপাশি উরফিকে হুমকিও দিয়েছেন, যদি তাঁকে নগ্ন অবস্থায় মুম্বইয়ের রাস্তায় দেখতে পাওয়া যায়, তাহলে তাঁকে মারধর করা হবে। এর পরই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ট্যুইটারেও চিত্রার বিরুদ্ধে একাধিক পোস্ট করেন উরফি।
advertisement
অম্বোলি পুলিশকে উরফি বলেন, ''আমি যে পোশাক পরে শ্যুটিংয়ে যাই, সেই পোশাক পরেই বাইরে বেরোই। সেই সময়ে ক্যামেরা নিয়ে অনেকেই হাজির হয়ে যান। আমি কোনও চ্যানেলে যাই না। কেবল একটা ছবি নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু সংবিধান আমাকে অধিকার দিয়েছে।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
January 14, 2023 4:46 PM IST