Urfi Javed| Viral Video: ক্যামেরার সামনে স্বল্প পোশাকে যা নয় তাই! মাশুল দিলেন উর্ফি জাভেদ, ভাইরাল ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Uorfi Javed: বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷
#মুম্বই: উর্ফি জাভেদ মানেই শুধু বিতর্ক আর অদ্ভূতুরে পোশাক! তিনি যে কী ডিজাইনের জামা পরেন তা বোঝাই মুশকিল! স্বল্প পোশাক বললেও কম বলা হবে! কখনও চটের জামা তো কখনও ফুলের বিকিনি! বা কখনও তারে জড়িয়ে তাঁর সারা শরীর! ফলে উর্ফিকে নিয়ে চর্চা হয় জোরদার৷ এবার উর্ফির সঙ্গে যা ঘটল তা যেন হওয়ারই ছিল৷ কারণ শ্যুট করার সময় তাঁর যেন কিছুই খেয়াল থাকে না৷ আর সে কারণ যা হওয়ার, তাই হল!
advertisement
লম্বা প্যান্ট, ছোট খোলামেলা ব্লাউজ৷ এই ছিল উর্ফির পোশাক৷ এক হাতে মোবাইল, অন্য হাতে গোলাপ৷ এই নিয়ে চলছিল উর্ফির খেলা! একবার গোলাপ আগে নিয়ে, একবার গোলাপ পিছিয়ে নিয়ে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তিনি৷ শেষে খেয়াল না করেই ছুড়ে দিতে চান গোলাপটা৷ কিন্তু একী! ভুল করে দামী মোবাইলটা ছুড়ে ফেলে দেন তিনি৷ আর তার উপর দিয়ে চলে যায় একটি বাইক!
advertisement
advertisement
প্রায় পিষে দিয়ে যায় মোবাইলটা৷ তবে যতক্ষণে উর্ফির হোশ ফেরে ততক্ষণে সব শেষ! এক ভদ্রলোক আবার চিৎকার করতে থাকেন ফুট গয়া! অর্থাৎ ফেটে গিয়েছে মোবাইল! সেই ভিডিও আবার সকলের সঙ্গে ভাগও করে নিয়েছেন উর্ফি৷
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷ তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷ চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ কখনও পরছেন প্লাস্টিকের পোশাক তো কখনও কাঁচের পোশাক! তাঁকে নিয়ে আলোচনা বিস্তর৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামের তাঁর ফলোয়ার৷ তাই তিনি আপাতত নেটমাধ্যমের নায়িকা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2022 4:10 PM IST