Uorfi Javed: এক হাত দিয়ে ঢাকা উন্মুক্ত বক্ষ, আরেক হাতে টমোটো খাচ্ছেন উরফি! আর কানে ঝুলছে ওগুলো কী?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Uorfi Javed: সুনীল শেট্টি থেকে শুরু করে উরফি জাভেদ-সহ বেশ কয়েকজন সেলিব্রিটিও টমেটোর আকাশচুম্বী দাম নিয়ে নানা ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।
টমেটোর দাম বেড়ে যাওয়া অনেক দিন ধরেই আলোচনার বিষয়। সুনীল শেট্টি থেকে শুরু করে উরফি জাভেদ-সহ বেশ কয়েকজন সেলিব্রিটিও টমেটোর আকাশচুম্বী দাম নিয়ে নানা ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এবার উরফি যা করলেন, তা সব সীমা ছাড়িয়ে গিয়েছে।
তাঁর সারা গায়ে কোনও পোশাক নেই। এক হাত দিয়ে ঢাকা বুক। আরেক হাতে টমেটো খাচ্ছেন। কানেও ঝুলছেন টমেটো। এটি কিন্তু তাঁর প্রতিবাদ। যেহারে টমেটোর দাম বেড়েছে তা অলঙ্কারের থেকে কম নয়।
advertisement
advertisement
তাদের মধ্যে একটি উল্লেখ করেছেন যে কীভাবে সুনীল শেট্টি দাম বাড়ার কারণে কম টমেটো খাচ্ছেন, অন্য একজন দাবি করেছেন যে মহারাষ্ট্রের একজন কৃষক টমেটো বিক্রি করে কোটিপতি হয়েছেন। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টটি শেয়ার করে, উরফি লিখেছেন, “টমেটো হল নতুন সোনা।”
উরফি জাভেদ! বলিউডের এই কন্যেকে চেনেন না এমন মানুষ মেলা ভার। না অভিনয়ের জন্য তাঁকে কেউ চেনেন না। লোকে তাঁকে চেনে পোশাক বিভ্রাটের জন্য। উরফি সিনেমা করেননি। হিন্দি ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে বহু আগে। হঠাৎ করেই অভিনয়ের দিকে আর না এগিয়ে উরফি মডেলিংয়ে মন দেন। আর তাতেই সোনায় সোহাগা হয় বিষয়টা। সূত্রের খবর মডেলিং করেই উরফির মাসিক আয় কয়েক কোটি টাকা। উরফি মানেই ভাইরাল।
advertisement
কখনও বুকে একটা ফুল লাগিয়ে অনাবৃত স্তন নিয়েই বেরিয়ে পড়েন রাস্তায়। আবার কখনও গোটা শরীরে তার জড়িয়ে শপিংমলের সামনে গিয়ে দাঁড়িয়ে ছবি তোলেন। আবার কখনও প্রায় নগ্ন হয়েই চলে যান বিমানবন্দরে। না কোথাও যাওয়ার জন্য নয়। ছবি তুলতেই যান তিনি। মজার কথা হল এই সব পোশাকের আইডিয়া উরফির নিজের। কখনও শরীরে চিপসের প্যাকেট আটকে নিচ্ছেন। তো কখনও একের পর এক সেফটিপিন জুড়ে পোশাক বানাচ্ছেন। উরফির প্রায় গোটা শরীর নগ্ন থাকে। তাতে অবশ্য় উরফির কিছু যায় আসে না।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 12:34 PM IST