ফেডারেশনের দাদাগিরি, লন্ডনে আটকে শুভশ্রীর ছবির শ্যুটিং

Last Updated:

কথা ছিল ২০ জুন থেকে তুমুল ব্যস্ততায় শুরু হবে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘চালবাজ’-এর শ্যুটিং ৷

#কলকাতা: কথা ছিল ২০ জুন থেকে তুমুল ব্যস্ততায় শুরু হবে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘চালবাজ’-এর শ্যুটিং ৷ সেই কথা মতো ছবির নায়ক-নায়িকা শুভশ্রী ও শাকিব খানকে গিয়ে লন্ডনে পৌঁছেছিলেন গোটা শ্যুটিং টিম ! কিন্তু হঠাৎ বাঁধল গণ্ডগোল ! ছবির শ্যুটিংয়ে টেকনিশিয়ন নিয়োগ নিয়েই ছবির প্রযোজক অশোক ধানুকার সঙ্গে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ন ও ওয়ার্কারস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে শুরু হল বচসা ৷ আর এই বচসার জেরেই লন্ডনে আপাতত বন্ধ হয়ে গেল শুভশ্রীর নতুন ছবির শ্যুটিং !
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, বাংলা সিনেমার বিদেশে শ্যুটিংয়ের জন্য ফেডারেশনের তরফ থেকে অন্তত ১৯ জন টেকনিশিয়নকে শ্যুটিংয়ের যোগ দেওয়ার নিয়ম ৷ কিন্তু শুভশ্রীর এই সিনেমায় প্রাথমিকভাবে ১২ জন টেকনিশিয়নকে নিয়েই লন্ডনে শ্যুটিংয়ের জন্য পাড়ি দিয়েছিল শ্যুটিং টিম ৷ পরে অবশ্য জানা গিয়েছে, আরও তিনজন টেকনিশিয়নও যোগ দেওয়ার কথা এই ছবির শ্যুটিংয়ে ৷ আর টেকনিশিয়নের সংখ্যা ১২ থেকে ১৫ হওয়া নিয়েই শুরু হয়েছে আপত্তি৷
advertisement
ছবির প্রযোজক অশোক ধানুকার ছেলে হিমাংশু ধানুকা যিনি লন্ডনে ছবির শ্যুটিংয়ের জন্য উড়ে গিয়েছেন তিনি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যদি ফেডারেশন আমাদের ছবির শ্যুটিং বন্ধ করার দায়িত্ব নেন ৷ তাহলে তারা কেন আরও তিনজন টেকনেশিয়নকে লন্ডনে পাঠাচ্ছে ? আমাদের সব টেকনিশিয়ন কন্ট্রাক্টে আবদ্ধ ৷ আমি তাঁদের জানিয়েছি, যদি শ্যুট না হয় তাহলে লন্ডনে তাঁদের থাকা, খাওয়া, বসবাসের ব্যবস্থার দায়িত্ব আমি নিতে পারব না ৷ তাঁদের ফেরত যাওয়ার টিকিট ৭ জুলাই ৷ আমি তাঁদের হলিডের খরচা বহন করব না ৷’
advertisement
advertisement
অন্যদিকে ফেডারেশনের এই নিয়ম সম্পর্কে বলতে গিয়ে ইম্পা-র চেয়্যারম্যান কৃষ্ণা ডাগা জানিয়েছেন, ‘এই ধরণের কোনও মউ স্বাক্ষর হয়নি S৷ আগে এই নিয়ম ছিল ৷ তবে ২০১৫-এর পর এই নিয়মকে নতুন করে সংশোধন করা হয়নি ৷ তাই এই ব্যাপারে ফেডারেশন ও প্রযোজকের বিরুদ্ধে আমরা কোনও পদক্ষেপ নিতে সমর্থ নই ৷’
ফেডারেশনের তরপ থেকে স্বরূপ বিশ্বাস জানান, ‘আমি জানি না কতজন টেকনিশিয়নকে নিয়ে শ্যুটিং করতে লন্ডনে যাওয়া হয়েছে ৷ আমি শুনেছি ১২ জন, তারপর আরও তিনজন পরে যোগদান করার কথা ৷ এখনও অবধি ১৯ জন হয়নি, তাই শ্যুটিংয়ে আপত্তি রয়েছে ৷ দরকার মতো আমরা আইনি নোটিসও পাঠাব প্রযোজক সংস্থাকে ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফেডারেশনের দাদাগিরি, লন্ডনে আটকে শুভশ্রীর ছবির শ্যুটিং
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement