ফেডারেশনের দাদাগিরি, লন্ডনে আটকে শুভশ্রীর ছবির শ্যুটিং

Last Updated:

কথা ছিল ২০ জুন থেকে তুমুল ব্যস্ততায় শুরু হবে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘চালবাজ’-এর শ্যুটিং ৷

#কলকাতা: কথা ছিল ২০ জুন থেকে তুমুল ব্যস্ততায় শুরু হবে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘চালবাজ’-এর শ্যুটিং ৷ সেই কথা মতো ছবির নায়ক-নায়িকা শুভশ্রী ও শাকিব খানকে গিয়ে লন্ডনে পৌঁছেছিলেন গোটা শ্যুটিং টিম ! কিন্তু হঠাৎ বাঁধল গণ্ডগোল ! ছবির শ্যুটিংয়ে টেকনিশিয়ন নিয়োগ নিয়েই ছবির প্রযোজক অশোক ধানুকার সঙ্গে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ন ও ওয়ার্কারস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে শুরু হল বচসা ৷ আর এই বচসার জেরেই লন্ডনে আপাতত বন্ধ হয়ে গেল শুভশ্রীর নতুন ছবির শ্যুটিং !
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, বাংলা সিনেমার বিদেশে শ্যুটিংয়ের জন্য ফেডারেশনের তরফ থেকে অন্তত ১৯ জন টেকনিশিয়নকে শ্যুটিংয়ের যোগ দেওয়ার নিয়ম ৷ কিন্তু শুভশ্রীর এই সিনেমায় প্রাথমিকভাবে ১২ জন টেকনিশিয়নকে নিয়েই লন্ডনে শ্যুটিংয়ের জন্য পাড়ি দিয়েছিল শ্যুটিং টিম ৷ পরে অবশ্য জানা গিয়েছে, আরও তিনজন টেকনিশিয়নও যোগ দেওয়ার কথা এই ছবির শ্যুটিংয়ে ৷ আর টেকনিশিয়নের সংখ্যা ১২ থেকে ১৫ হওয়া নিয়েই শুরু হয়েছে আপত্তি৷
advertisement
ছবির প্রযোজক অশোক ধানুকার ছেলে হিমাংশু ধানুকা যিনি লন্ডনে ছবির শ্যুটিংয়ের জন্য উড়ে গিয়েছেন তিনি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যদি ফেডারেশন আমাদের ছবির শ্যুটিং বন্ধ করার দায়িত্ব নেন ৷ তাহলে তারা কেন আরও তিনজন টেকনেশিয়নকে লন্ডনে পাঠাচ্ছে ? আমাদের সব টেকনিশিয়ন কন্ট্রাক্টে আবদ্ধ ৷ আমি তাঁদের জানিয়েছি, যদি শ্যুট না হয় তাহলে লন্ডনে তাঁদের থাকা, খাওয়া, বসবাসের ব্যবস্থার দায়িত্ব আমি নিতে পারব না ৷ তাঁদের ফেরত যাওয়ার টিকিট ৭ জুলাই ৷ আমি তাঁদের হলিডের খরচা বহন করব না ৷’
advertisement
advertisement
অন্যদিকে ফেডারেশনের এই নিয়ম সম্পর্কে বলতে গিয়ে ইম্পা-র চেয়্যারম্যান কৃষ্ণা ডাগা জানিয়েছেন, ‘এই ধরণের কোনও মউ স্বাক্ষর হয়নি S৷ আগে এই নিয়ম ছিল ৷ তবে ২০১৫-এর পর এই নিয়মকে নতুন করে সংশোধন করা হয়নি ৷ তাই এই ব্যাপারে ফেডারেশন ও প্রযোজকের বিরুদ্ধে আমরা কোনও পদক্ষেপ নিতে সমর্থ নই ৷’
ফেডারেশনের তরপ থেকে স্বরূপ বিশ্বাস জানান, ‘আমি জানি না কতজন টেকনিশিয়নকে নিয়ে শ্যুটিং করতে লন্ডনে যাওয়া হয়েছে ৷ আমি শুনেছি ১২ জন, তারপর আরও তিনজন পরে যোগদান করার কথা ৷ এখনও অবধি ১৯ জন হয়নি, তাই শ্যুটিংয়ে আপত্তি রয়েছে ৷ দরকার মতো আমরা আইনি নোটিসও পাঠাব প্রযোজক সংস্থাকে ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফেডারেশনের দাদাগিরি, লন্ডনে আটকে শুভশ্রীর ছবির শ্যুটিং
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement