'মিঠাই' ছেড়ে দেবেন উদয়? টিআরপি কমে যাওয়া এবং নতুন মেগা নিয়ে মুখ খুললেন 'রাতুল'
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
পল্লবী শর্মা এবং রুবেল দাসের পরবর্তী মেগা 'নিম ফুলের মধু'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেল উদয়কে। রুবেলের পরিবারের সদস্য হিসাবে দেখা যাবে অভিনেতাকে।
#কলকাতা: ধারাবাহিকের শুরু থেকে 'মিঠাই' পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য উদয়প্রতাপ সিং। প্রথম দিকে বাংলা বলতে বেগ পেতে হত তাঁকে। বাংলা অক্ষর বুঝতে পারতেন না। কিন্তু 'রাতুল'কে বিশ্বাসযোগ্য করে তুলতে অবিরাম পরিশ্রম করেছেন অভিনেতা। এখন এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ তিনি।
এমনই সময়ে তাঁর নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে এল। পল্লবী শর্মা এবং রুবেল দাসের পরবর্তী মেগা 'নিম ফুলের মধু'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেল উদয়কে। রুবেলের পরিবারের সদস্য হিসাবে দেখা যাবে অভিনেতাকে। একইসঙ্গে লিলি চক্রবর্তী, বিশ্বনাথ বসু, অরিজিতা মুখোপাধ্যায়ের তাবড় তাবড় শিল্পীরা অভিনয় করছেন জি বাংলায় এই ধারাবাহিকে।
advertisement
advertisement
এমনিতেই 'মিঠাই' মেগা শেষ হয়ে যাওয়ার জল্পনা চলছে চারদিকে। তারই মধ্যে নতুন মেগাতে দেখা গেল উদয়কে। প্রশ্ন জাগছে, তবে কি মেগা শেষ হতে চলছে? নাকি উদয় 'মিঠাই' ছেড়ে দেবেন?
advertisement
দুই প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা। নিউজ18 বাংলাকে উদয় জানালেন, দু'টি ধারাবাহিকেই কাজ করবেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় না করলে একাধিক ধারাবাহিকে একসঙ্গে কাজ করাটা কঠিন নয়। তার উপরে এই দু'টি মেগাই একই প্রযোজনা সংস্থার। তাই সময় নিয়ে টানাটানি পড়বে না।
advertisement
তবে উদয়ের কথায়, ''আমার কাছে চিরকাল বেশি গুরুত্বপূর্ণ 'মিঠাই'। শুরু থেকে এই পরিবারের সঙ্গে রয়েছি। আর অনেকেই বলছেন, টিআরপি কমছে বলে নাকি মেগা বন্ধ হয়ে যাবে। আমার কাছে এ রকম কোনও খবর নেই। অন্তত আগামী দু'তিন মাসে এমন কিছু ঘটবে না। তবে হ্যাঁ, সব ধারাবাহিকই তো শেষ হয়। এটাও হবে। তবে এখনই না। আর এক সময়ে একটানা বাংলা সেরা ছিলাম আমরা। প্রতি সপ্তাহে টিআরপি তালিকার উপরে। চিরকাল তো সেটা ধরে রাখা সম্ভব নয়। আর নতুন ধারাবাহিক আসছে। তারাও তো ভাল করছে। নম্বর তো তারাও পাবে।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 6:19 PM IST