• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সাংবাদিকদের সামনেই ঠোঁটে-ঠোঁট রাখলেন দুই অভিনেত্রী ! মুহূর্তে ভাইরাল ভিডিও...

সাংবাদিকদের সামনেই ঠোঁটে-ঠোঁট রাখলেন দুই অভিনেত্রী ! মুহূর্তে ভাইরাল ভিডিও...

 • Share this:

  #মুম্বই: দুই নায়িকার খুল্লমখুল্লা চুমু ৷ তাও একেবারে ঠোঁটে ঠোঁট রেখে ৷ সামনে তখন হাজারো টিভি চ্যানেলের ক্যামেরা ও বুম ৷ কোনও কিছুকেই তোয়াক্কা না করে একে অপরকে কাছে টেনে নিলেন দু’জন ৷ ব্যাস, এই সুযোগে উঠল একের পর এক ভিডিও, যা মুহূর্তে ভাইরাল !

  নিয়া শর্মা ৷ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ৷ হিন্দি টিভি সিরিয়ালের খুবই পরিচিত মুখ ৷ তবে তিনি যে সাহসী, তা বারেবারেই প্রমাণিত হয়েছে ৷ এবারেও ব্যতিক্রম হল না ৷ হোলি পার্টিতে যাওয়ার আগে আরও একবার প্রকাশ পেল তাঁর সাহসীকতা !

  যদিও বন্ধু ও তাঁর সহকর্মী রিয়ানা পন্ডিতকে এই প্রথমবার চুমু খেলেন না নিয়া ৷ আগেও একবার তাঁর সিরিয়াল জামাইরাজার সেটে চলেছিল চুমুপর্ব ৷ যার জেরে বেশ চর্চিত হয়েছিলেন এরা দু’জনেই ৷ গভীর বন্ধুত্বের সম্পর্ক তাঁদের ৷ যার ফলস্বরূপ এই চুমু বলে দাবি নিয়া ও রেহানার ৷

  First published: