বদলে গেল সোজা মেয়েটার শরীরী ভাষা, বাঙালি নায়িকার বাথটবের সুপারহট ছবিতে তোলপাড়

Last Updated:

গোলাপ আর ফ্যানায় মিলেমিশে একাকার

#মুম্বই: টেলি অভিনেত্রী বা ঘরের বউ ৷ যাঁকে প্রতিনিয়তই দেখেন সাধারণ মানুষ থেকে দর্শকদের কাছে এক বিশেষ রকমের আকর্ষণ রয়েছে ৷ সাধারণ মানুষ পছন্দ করেন এমন এক টেলি চরিত্র যার গ্রহণযোগ্যতা সর্বত্রই রয়েছে ৷ দুর্দান্ত সংলাপ, নিটোল গল্প, সৃজনশীল পরিচালনা, এই সমস্ত কিছু নিয়েই টেলি ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যান অভিনেত্রীরা ৷ তবে টিভির জনপ্রিয় চরিত্রকে বোল্ড রূপে দেখতে পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
View this post on Instagram

amazing unwind. . THIS IS IT ! #bathtub #hotelroomview #holiday #woodsatsasan @woodsatsasan . @romanchmehtha

A post shared by Debina Bonnerjee (@debinabon) on

advertisement
advertisement
বাথটবে ফটোশ্যুট করেছেন ৷ বাঙালি অভিনেত্রীর দুর্দান্ত ফটোশ্যুট ঝড় তুলেছে ৷ বাঙালি অভিনেত্রী দেবীনা বন্দ্যোপাধ্যায় হট ফটো শ্যুট চর্চায় এসেছে ৷ দেবীনা বন্দ্যোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রামে বাথটবের ছবিতে ক্রমশই ঝড় তুলেছেন ৷ বাথটবে গোলাপ ও ফ্যানায় ভাসছেন তিনি ৷ এই দুর্দান্ত ভিডিওটি সবাই মিলে পছন্দ করেছেন ৷ সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ শুধুই এইবার নয় এর আগেও বোল্ড ফটোশ্যুটে তিনি মাত করেছিলেন সোশ্যাল মিডিয়া ৷
advertisement
কালার্সের ধারাবাহিক বিষে অভিনয় করেছিলেন দেবীনা ৷ এছাড়াও চিড়িয়াঘর নামক হাস্য রসাত্মক ধারাবাহিকে দেখতে পাওয়া গিয়েছে ৷ ২০০৮ সালে ধারাবাহিক রামায়ণে সীতার চরিত্রে অবিনয় করেছিলেন ৷ বর্তমানে তিনি শ্যুটিং থেকে একটু দূরে সপরিবারে গুজরাতে ছুটি কাটাচ্ছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বদলে গেল সোজা মেয়েটার শরীরী ভাষা, বাঙালি নায়িকার বাথটবের সুপারহট ছবিতে তোলপাড়
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement