তুনিশার সঙ্গে থাকাকালীন একাধিক সম্পর্ক! বিস্ফোরক অভিযোগ সিজানের বিরুদ্ধে

Last Updated:

ইতিমধ্যেই তুনিশার প্রেমিক সিজান মহম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্য়ায় প্ররোচণা দেওয়ার মামলা দায়ের করা হয়।

#মুম্বই: শনিবার মুম্বইয়ের ভাসাইয়ে ধারাবাহিকের সেট থেকে মিলেছিল অভিনেত্র তুনিশা শর্মার নিথর দেহ। প্রাথমিক তদন্তের পর অনুমান, আত্মহত্যা করেছিলেন তিনি।
ইতিমধ্যেই তুনিশার প্রেমিক সিজান মহম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্য়ায় প্ররোচণা দেওয়ার মামলা দায়ের করা হয়। আদালতেও পেশ করা হয়েছে তাঁকে।
তুনিশার সহকর্মী ছিলেন সিজান। একসঙ্গে কাজের সুবাদেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এ বার সিজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার কাকা পবন শর্মা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সম্পর্কে থাকার সত্ত্বেও ওকে বিশ্বাস করা যেত না। ও অন্য মেয়েদের সঙ্গে কথা বলত। তাদের সঙ্গে যোগাযোগ রাখত। এ সব কারণে তুনিশা অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল।"
advertisement
advertisement
তুনিশার কাকার অভিযোগ, দিন কয়েক আগেও নাকি তাঁর ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন সিজান। তিনি বলেন, "গত ১৬ ডিসেম্বর ও জানতে পারে সিজান ফের ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এর পর অ্যাংজাইটি অ্যাটাক হয়।"
advertisement
পবনের দাবি, তুনিশার ভাল বন্ধু ছিলেন সিজান। সেই বন্ধুত্বই পরবর্তীতে প্রেমে পরিণত হয়। ১৫ দিন আগে সিজান নাকি তুনিশার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। অভিনেত্রীকে তিনি জানিয়েছিলেন, তাঁর জীবনে অন্য কারও আগমন ঘটেছে। "পেশাগত জীবনে তুনিশা সফল। সিজান এ রকম কিছু না করে থাকলে ও এ রকম চরম সিদ্ধান্ত কেন নিল?", প্রশ্ন তুলেছেন তুনিশার কাকা।
advertisement
ধারাবাহিক এবং বড় পর্দায়, দুই মাধ্যমেই কাজ করেছেন তুনিশা। 'ফিতুর', 'বার বার দেখো', 'কহানি ২'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান -এ কাবুল’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তুনিশার সঙ্গে থাকাকালীন একাধিক সম্পর্ক! বিস্ফোরক অভিযোগ সিজানের বিরুদ্ধে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement