Aparajita : বাবা-মেয়ের যোগাযোগের মাধ্যম শুধু ডায়েরি, সূক্ষ্ম সম্পর্কের গল্পে তুহিনা দাস
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
সূক্ষ্ম সম্পর্কের গল্পে দেখা যাবে তুহিনা দাসকে (Tuhina Das)। বদলে যাওয়া সময় ও সম্পর্কের বদলে যাওয়া সমীকরণের কাহিনি নিয়েপরিচালক রোহন সেনের ছবি ‘অপরাজিতা’।
কলকাতা : সূক্ষ্ম সম্পর্কের গল্পে দেখা যাবে তুহিনা দাসকে (Tuhina Das)। বদলে যাওয়া সময় ও সম্পর্কের বদলে যাওয়া সমীকরণের কাহিনি নিয়েপরিচালক রোহন সেনের ছবি ‘অপরাজিতা’। নাম ভূমিকায় তুহিনা। মেয়ে ও তার বাবার সঙ্গে টানাপড়েনের সম্পর্কের গল্প বলে এই ছবি। তুহিনার বাবার চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়কে। তুহিনা শান্তিলাল ছাড়াও ছবিতে রয়েছেন অমৃতা দে, দেবতনু ও রানা বসু ঠাকুর ৷ চলছে ছবির শ্যুটিং।
পরিচালক রোহন সেনের এই ছবি সামাজিক প্রেক্ষাপটের আয়নায় তুলে ধরার একটি কাহিনি। যেটা অনেকেই হয়তো চারপাশে বা নিজস্ব জীবনে অনুভব করে থাকি। এই ছবির গল্প অনেকেরই চেনা লাগবে।
ছবিতে অপরাজিতা ও তার বাবা কেউ কারওর সঙ্গে কথা বলে না, এক বাড়িতে থাকা সত্ত্বেও। কোথাও না কোথাও তাদের দুজনের মধ্যেই রয়েছে এক প্রাচীর। এর পেছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শুধুমাত্র একটি ডায়েরির মাধ্যমে তাদের দু’জনের মধ্যে যোগাযোগ রয়েছে । অপরাজিতা একজন স্বাধীন মহিলা যে একটি কর্পোরেট কোম্পানিতে চাকরি করে। অপরাজিতার একটি সম্পর্ক রয়েছে। বয়ফ্রেন্ডের কাছে সে তার রাগ , দুঃখ , অভিমান প্রকাশ করতে পারে।
advertisement
advertisement
অপরাজিতার বড় দিদি বিদেশে থাকে । সাহেব বা তার দিদি কেউই অপরাজিতার সঙ্গে তার বাবার সম্পর্ক ঠিক করতে পারে না। গল্প যত এগোয় বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে ৷ শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী হয়, তা নিয়েই এই ছবি।
Location :
First Published :
July 24, 2021 12:22 PM IST