Tuhina Das: শুভশ্রীর পথেই তুহিনা! বয়স বেড়ে গেল আরও কয়েক বছর, কিসের জন্য এত প্রস্তুতি
- Published by:Sanchari Kar
- Written by:Manash Basak
Last Updated:
Tuhina Das: চলতি বছরের গোড়ার দিকে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রস্থেটিক মেকআপের লুক দর্শকদের মন কেড়ে ছিল। এবার প্রস্থেটিক মেকআপের লুকে তুহিনাকে দেখতে পাবেন দর্শক।
কলকাতা: ছক ভাঙা ‘সিঁড়ি’র গল্প বলবেন ‘ঘরে বাইরে আজ’ খ্যাত নায়িকা তুহিনা দাস। পরিচালক অভিজিৎ নায়েকের হাত ধরে আসছে তাঁর নতুন ছবি ‘সিঁড়ি’। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শ্যুটিং । এই ছবিতে তুহিনাকে তিনটি বয়সের লুকে দেখা যাবে। বছর ৫৫ -র মহিলার লুকের জন্য ছবিতে ব্যবহার করা হয়েছে প্রস্থেটিক মেকআপ। ছবিতে তুহিনার চরিত্রের নাম সুমিতা।যে ছোটবেলায় তার বাবাকে হারিয়ে মামাবাড়িতেই মানুষ।পরবর্তীতে সে নিজের চেষ্টায় কলকাতাতে এসে একটি কল সেন্টারে কাজ করে। সেখানে সে সপ্তকের সাথে সর্ম্পকে জড়িয়ে পড়ে। সাফল্যের চূড়ায় পৌঁছনোর জন্য উচ্চাকাঙ্ক্ষা তাঁকে চালনা করে বিপথে। সম্পর্ক ভেঙে যায়।
পরবর্তীতে আলাপ হয় তার অফিসের এইচ আর সুপ্রতিমের সঙ্গে। তার সঙ্গে সম্পর্কে জড়ায় সুমিতা।পরবর্তীতে তাদের বিয়েও হয়। বিয়ের পরে সুপ্রতিম চাকরি হারিয়ে বিপথে চালিত হয় এবং পরিবারে নেমে আসে এক বড় বিপর্যয়। সেখান থেকে ছবির মোড় নেয় অন্যদিকে। সুমিতার জীবন কোন পথে এগোয়? কেনই বা ৫০ বছরের প্রৌঢ়ার লুক? তা খোলসা করে বলতে নারাজ ছবির নায়িকা। তুহিনার কথায়, “ এই ছবিটির চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। তিনটি বয়সের লুকে অভিনয় করার জন্যই সুমিতার চরিত্রটি বেছে নেওয়া।”
advertisement
advertisement
চলতি বছরের গোড়ার দিকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রস্থেটিক মেকআপের লুক দর্শকদের মন কেড়ে ছিল। এবার প্রস্থেটিক মেকআপের লুকে তুহিনাকে দেখতে পাবেন দর্শক।অভিজিৎ নায়েক পরিচালিত ও প্রযোজিত ‘সিঁড়ি’ ছবিতে তুহিনা ছাড়াও রয়েছেন ঋজু, ইন্দ্রজিৎ মজুমদার, মানসী সিনহা, বিশ্বজিৎ চক্রবর্তীর মতো অভিনেতারা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম দত্ত। ছবিতে গান গেয়েছেন লোপামুদ্রা দত্ত, শোভন গঙ্গোপাধ্যায় এবং সুপ্রিয়া চক্রবর্তী। ছবির শ্যুটিং হয়েছে কলকাতাতে। চলতি বছরের নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘সিঁড়ি’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 4:16 PM IST