ভাইয়ে ভাইয়ে প্রেম, টিউবলাইটের নতুন গান
Last Updated:
মুক্তি পেল সলমন খানের নতুন ছবি ‘টিউবলাইট’ নতুন গান ৷ এই গানে দেখা মিলল সলমন ও সোহেল খানের ভাতৃপ্রেম ৷
#মুম্বই: মুক্তি পেল সলমন খানের নতুন ছবি ‘টিউবলাইট’ নতুন গান ৷ এই গানে দেখা মিলল সলমন ও সোহেল খানের ভাতৃপ্রেম ৷
রোজই একটু একটু করে নানারকম পোস্টার প্রকাশ করে দর্শকদের উসকে দিচ্ছিলেন সলমন খান৷ শেষমেশ বৃহস্পতিবার রাত ৯টা বাজতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সলমন খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এর টিজার ৷ আর প্রথনম টিজারেই তাক লাগালেন সলমন ৷ এই ছবি যে সলমনের অন্যান্য ছবি থেকে এক্কেবারে আলাদা, তারই আভাস মিলল প্রথম টিজারে ৷ ছবিটি পরিচালনা করেছেন কবীর খান৷ মুক্তি পাবে চলতি বছরের ইদে !
advertisement
‘সুলতান’-এক শ্যুটিং শেষ হওয়ার আগেই কবীর খানের নতুন ছবির জন্য সাইন করে ফেলেছিলেন সলমন ৷ ছবির নাম ‘টিউবলাইট’ ! আর এই ছবিতে সলমন একেবারেই থাকছেন না বিন্দাস দাবাং সুলতান চরিত্রে ! বরং এই ছবিতে সলমনকে দেখা যাবে একেবারেই সাধারণ এক মানুষের চরিত্রে ৷ যে কিনা সব কিছুই শেখে দেরিতে ! এরকমই এক গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক কবীর খান ৷
advertisement
advertisement
কবীর খান জানিয়েছেন, ‘টিউবলাইট একটা প্রেম কাহিনি যা তৈরি হয়েছে ১৯৬৩ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ৷ আর সলমন খানের চরিত্রটি একটি চীনা মেয়ের প্রেমে পড়বে !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2017 8:09 PM IST