Trina Saha Aryan Khan: কলকাতার পার্টিতে কাছাকাছি শাহরুখ-পুত্র আরিয়ান খান-তৃণা সাহা, কানে-কানে কথার ছবি মুহূর্তে ভাইরাল! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Trina Saha Aryan Khan: রবিবাসরীয় রাতে কলকাতায় আসেন আরিয়ান খান। তারকাখচিত এক পার্টিতে যোগ দেন তিনি। সেখানে ছিলেন তৃণাও। রাত তিনটে পর্যন্ত পার্টি করেন তাঁরা।
কলকাতা: শীতের শহরে কলকাতার পার্টিতে কাছাকাছি শাহরুখ খানের ছেলে আরিয়ান ও বাঙালি অভিনেত্রী তৃণা সাহা। ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল। কানে কানে কথা থেকে কাঁধ ছুঁয়ে কোমর জড়িয়ে ছবিতে পোজ। বিষয়টা একটু খোলসা করে বলা যাক…
রবিবাসরীয় রাতে কলকাতায় আসেন আরিয়ান খান। তারকাখচিত এক পার্টিতে যোগ দেন তিনি। সেখানে ছিলেন তৃণাও। রাত তিনটে পর্যন্ত পার্টি করেন তাঁরা। যার ঝলক নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমে রবিবাসরীয় পার্টির অভিজ্ঞতাও শেয়ার করেন।
আরও পড়ুন: স্টেজে গান গাইছিলেন কণিকা, আচমকা যুবক উঠে জাপটে ধরল কোমর! ভাইরাল ভিডিও
নায়িকা বলেন, ”আরিয়ান এই শহরে প্রায়ই আসেন। এবার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে এসেছিলেন। শাহরুখের তুলনায় আরিয়ানের ব্যস্ততা কম। তাই কেকেআর নিয়ে যাবতীয় দেখভাল করেন। পার্টিতে উপস্থিত সকলের দিকে ওঁর নজর ছিল। কে কী খেতে চান, নিজেই তা-ও দেখভাল করছিলেন।”
advertisement
advertisement
advertisement

কানে-কানে…
কী কথা হল আরিয়ান ও তৃণার?
এক সংবাদমাধ্যমে তৃণা বলেছেন, ‘আরিয়ান এতটাই বিনয়ী যে এত বড় পরিবারের সন্তান তা বোঝাও সম্ভব নয়। সকলের সঙ্গে ছবি তুলছেন। পার্টি শেষে ম্যানেজার ছবি তুলতে বারণ করছেন। তবে ওঁর কোনও আপত্তি নেই।’
advertisement
আরও পড়ুন: শীতের বাজারে ছেয়েছে ভেজাল গুড়, খাঁটি গুড় চিনবেন দেখে না গন্ধে? জানুন গুড় চেনার গূঢ় রহস্য
তৃণার বক্তব্য, ‘প্রায় তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে বেরোতে হলো। কারণ শ্যুটিং ছিল। আরিয়ান ওঁর বন্ধুদের বলছিল, যাতে আমাকে বেরোতে দেওয়া হয়। শ্যুটিং আছে বলেই। আরিয়ান শাহরুখপুত্র। তার উপর নিজের কাজের জন্য এতটা সফল। কিন্তু এত বিনয়ী, সেটা কাছ থেকে না দেখলে বিশ্বাস হতো না।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 11:49 PM IST

