Tridha Choudhury : দাদা বা ভাই নয়, অন্য পথে হেঁটে রাখিবন্ধনে বিশেষ রক্ষকের ছবি শেয়ার করলেন ত্রিধা

Last Updated:

অভিনেত্রী ত্রিধা চৌধুরীও (Tridha Choudhury) রাখিবন্ধনে শেয়ার করেছেন বিশেষ ছবি ৷ তবে কোনও দাদা বা ভাইয়ের সঙ্গে নয়, এমনকি, বোন বা দিদির সঙ্গেও নয় ৷

কলকাতা : রাখিবন্ধন উপলক্ষে সেলেবদের প্রোফাইল জুড়ে দাদা বা ভাইয়ের হাতে রাখি পরানোর ছবি ৷ অভিনেত্রী ত্রিধা চৌধুরীও (Tridha Choudhury) রাখিবন্ধনে শেয়ার করেছেন বিশেষ ছবি ৷ তবে কোনও দাদা বা ভাইয়ের সঙ্গে নয়, এমনকি, বোন বা দিদির সঙ্গেও নয় ৷ ত্রিধা শেয়ার করেছেন তাঁর মায়ের সঙ্গে ছবি ৷
ছবিতে মা তৃষ্ণা চৌধরীর গলা জড়িয়ে আছেন ত্রিধা ৷ ক্যাপশনে লিখেছেন, ‘আমার রক্ষাকর্তা তৃষ্ণা চৌধুরীর প্রতি...শুভ রক্ষাবন্ধন ৷’
বিনোদন দুনিয়ায় ত্রিধার আত্মপ্রকাশ ৮ বছর আগে ৷ প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে নজর কাড়েন তিনি ৷ সেখান থেকেই অভিনয়ের সুযোগ ৷ প্রথম বাংলা ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ ৷ এর পর তাঁর কাছে সুযোগের অভাব হয়নি ৷ ‘খাদ’, ‘ক্ষত’, ‘শেষ থেকে শুরু’-র মতো ছবিতে প্রশংসিত হয় স্কটিশ চার্চ কলেজের এই প্রাক্তনীর অভিনয় ৷ কাজ করেছেন একাধিক তামিল ও তেলুগু ছবিতেও ৷ গত বছর ‘আশ্রম’ ওয়েবসিরিজে তাঁর কাজ ছিল চর্চিত ৷
advertisement
advertisement
অভিনয়ের বাইরেও বার বার শিরোনামে এসেছেন ত্রিধা ৷ কিছু দিন আগেই নুসরত-নিখিল কাণ্ড পরবর্তী সময়ে উঠে এসেছে তাঁর নাম ৷ গুঞ্জন, তিনিই নাকি নিখিলের বর্তমান বান্ধবী ৷ কাজের সূত্রে বাইরে থাকা ত্রিধা কলকাতায় এলে দেখা করেন নিখিলের সঙ্গে ৷ তাঁদের একসঙ্গে কফিপানেও দেখা গিয়েছে ৷ তবে এই গুঞ্জন অস্বীকার করে নিখিলের দাবি, ত্রিধা তাঁর স্কুলের জুনিয়র ৷ তাঁরা খুব ভাল বন্ধু ৷
advertisement
সামাজিক মাধ্যমেও ত্রিধা খুব জনপ্রিয় ৷ একাধিক পোস্টে ট্রোলিংয়ের পাশাপাশি তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বহু নেটিজেন ৷
ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ত্রিধা জানিয়েছেন তিনি কোন কাজ করবেন বা করবেন না, সেটা ঠিক করেন তাঁর মা ৷ চিত্রনাট্য পড়া, তার পর কাজের জন্য চিত্রনাট্য নির্বাচন করা--সবকিছুর জন্য মা-ই ভরসা ত্রিধার ৷ মাকেই তিনি বেছে নিলেন রাখিবন্ধনের বিশেষ পোস্ট উপলক্ষে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tridha Choudhury : দাদা বা ভাই নয়, অন্য পথে হেঁটে রাখিবন্ধনে বিশেষ রক্ষকের ছবি শেয়ার করলেন ত্রিধা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement