Tota Roy Choudhury : কে কে মেননের সঙ্গে টোটার যুগলবন্দি! জোহরের পর কি হিন্দি সিরিজে পা বাঙালি অভিনেতার

Last Updated:

Tota Roy Choudhury : ‘স্পেশ্যাল ওপিএস’-এর দ্বিতীয় সিজনে টোটাকে দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজন মুক্তি পেতেই সাফল্যের শিখর ছুঁয়েছেন পরিচালক নীরজ পান্ডে। এবার দ্বিতীয় সিজনের জোর প্রস্তুতি শুরু হয়েছে।

টোটা এবার ‘স্পেশ্যাল ওপিএস’-এ
টোটা এবার ‘স্পেশ্যাল ওপিএস’-এ
মুম্বই: ৪৭ বছর বয়সে যেন নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে নতুন ভাবে আবিষ্কার করার পর টোটাকে নিয়ে মাতামাতি চারদিকে। এমনই সময়ে আরও একটি সুখবরের ইঙ্গিত মিলল বলিপাড়া থেকে। টোটার হাতে আরও একটি বড় কাজ?
এক সংবাদমাধ্যমের সূত্রের দাবি, ‘স্পেশ্যাল ওপিএস’-এর দ্বিতীয় সিজনে টোটাকে দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজন মুক্তি পেতেই সাফল্যের শিখর ছুঁয়েছেন পরিচালক নীরজ পান্ডে। এবার দ্বিতীয় সিজনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। সূত্রের খবর, টোটার চরিত্র নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা। তবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে বাঙালি অভিনেতাকে।
advertisement
advertisement
হিম্মত সিংয়ের চরিত্রে তুমুল প্রশংসা পেয়েছিলেন বলি অভিনেতা কে কে মেনন। এছাড়াও রয়েছেন করণ ট্যাকার, বিনয় শুক্লর মতো অভিনেতারা। নীরজ এর আগে একাধিক থ্রিলারধর্মী এবং ড্রামা ঘরানার ছবি বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, ‘আ ওয়েডনেস ডে’, ‘স্পেশ্যল ২৬’, ‘বেবি’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tota Roy Choudhury : কে কে মেননের সঙ্গে টোটার যুগলবন্দি! জোহরের পর কি হিন্দি সিরিজে পা বাঙালি অভিনেতার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement