কলকাতা : চল্লিশোর্ধ্ব অভিনেতাদের প্রধান চরিত্রে নিয়ে ধারাবাহিক চলবে? এই বক্রোক্তি দিয়েই অনেকে তাচ্ছিল্যের হাসি হেসেছিলেন ৷ ‘শ্রীময়ী’-র (Sreemoyee) ৭০০ তম পর্বে পৌঁছে ধারাবাহিকের শুরুর দিনে ফিরে গেলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury) ৷ ফেসবুকে এই প্রসঙ্গে একটি মর্মস্পর্শী পোস্টও দিয়েছেন ‘শ্রীময়ী’-র রোহিত সেন ৷
টোটা লিখেছেন, যখন শ্রীময়ী শুরু হয়েছিল তখন অনেকেই ধরে নিয়েছিলেন মূল চরিত্রে চল্লিশের বেশি বয়সি কুশীলবদের নিয়ে এই ধারাবাহিক বেশি দূর এগোতে পারবে না ৷ কিন্তু তাদের মুখে সমুচিত জবাব দিয়ে দর্শকদের পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকা এই ধারাবাহিক ইতিমধ্যেই পাড়ি দিয়েছে দীর্ঘ পথ ৷
এক সময় দীর্ঘ দিন টিআরপি তালিকার শীর্ষে থাকত এই ধারাবাহিক৷ টোটা লিখেছেন, ‘‘আজ ভারতের ছ’টি ভাষায় শ্রীময়ী রিমেক করা হয়েছে এবং প্রত্যেকটি ভাষায়, কোনো না কোনো সময় দীর্ঘদিন ধরে প্রথম স্থান দখল করেছিল বা করে আছে! ’’ মনে করিয়ে দিয়েছেন, ‘শ্রীময়ী’-র হিন্দি রিমেক অনুপমা এখন দেশের বিনোদন দুনিয়ায় এক নম্বর ধারাবাহিক ৷ টোটা মনে করেন, ইদানীং দেশের বিভিন্ন বিনোদন ইন্ডাস্ট্রিতে আঞ্চলিক ভাষায় চল্লিশোর্ধ্ব বা পঞ্চাশোর্ধ্ব কুশীলবদের প্রধান চরিত্রে নিয়ে ধারাবাহিক তৈরি হচ্ছে, সে পথ দেখিয়েছে ‘শ্রীময়ী’৷ কুশীলব নির্বাচনে এই অভিনবত্বের জন্য টোটা ধন্যবাদ জানিয়েছেন শ্রীময়ীর কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়কে ৷ তাঁকে ‘রোহিত সেন’ করে তোলার জন্যও লীনাকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন টোটা ৷ অভিনেতার কথায়, জীবনে দর্শকদের এত ভালবাসা এর আগে তিনি কমই পেয়েছেন ৷
ধারাবাহিকের প্রাণকেন্দ্রে থাকা অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকেও ধন্যবাদ জানিয়েছেন টোটা ৷ পাশাপাশি দর্শকদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি ৷ তাঁর কথায়, দর্শকরাই সহযাত্রী হয়ে দিনে পর দিন তাঁদের পথ চলতে সাহায্য করেছেন ৷
তবে টোটার কাছে আবার মুম্বইয়ের ডাক এসেছে ৷ করণ জোহরের পরবর্তী ছবি ‘রকি অওর রানি কী প্রেম কহানি’-তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে ৷ স্ক্রিনশেয়ার করবেন রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে ৷ ছবিতে অভিনয় করছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমিও ৷ এই ছবির জন্যই ‘শ্রীময়ী’ থেকে বিরতি নিয়েছেন তিনি ৷ ধারাবাহিকে দেখানো হয়েছে মারণরোগে আক্রান্ত রোহিত সেনকে বিয়ে করে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীময়ী ৷
আপাতত কিছুদিন ‘রোহিত আঙ্কল’-কে ছাড়াই সন্ধ্যা কাটবে ‘শ্রীময়ী’- দর্শকদের ৷ মুম্বই থেকে ফিরে আবার টলিউডে কাজ নেবেন টোটা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।