Tota Roy Choudhury: কবে দেখা যাবে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’? ইঙ্গিত দিলেন স্বয়ং ফেলুদাই

Last Updated:

টোটা বলেছেন, তাঁকেও অনেকে জিজ্ঞাসা করছেন কবে মুক্তি পাবে ফেলুদার কাঠমাণ্ডু অভিযান ৷

কলকাতা : প্রায় একসঙ্গেই মুক্তি পেয়েছিল দু’টি ছবির ট্রেলর ৷ কিন্তু ‘ছিন্নমস্তার অভিশাপ’ পর এখনও অধরা ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ ৷ কবে মুক্তি পাবে নেপালের মাটিতে ফেলুদা-মগনলাল স্নায়ুযুদ্ধ? প্রশ্ন আপামর ফেলুভক্তর ৷ তাঁদের জন্য কিছুটা স্বস্তি-সংবাদ স্বয়ং ফেলুদার কাছ থেকেই ৷
বাঙালির সাম্প্রতিকতম ফেলু মিত্তির টোটা রায়চৌধুরী ফেসবুকে এই সংক্রান্ত পোস্ট করেছেন ৷ সেখানে টোটা বলেছেন, তাঁকেও অনেকে জিজ্ঞাসা করছেন কবে মুক্তি পাবে ফেলুদার কাঠমাণ্ডু অভিযান ৷ টোটা নিজেও জানেন না, কবে নেটিজেনরা দেখতে পাবেন ছবিটি ৷ তিনি নিজের সম্পূর্ণ ছবিটি দেখেননি এখনও ৷ ডাবিং করার সময় শুধু নিজের অভিনীত অংশটুকু দেখেছেন ৷
advertisement
তবে টোটার আশ্বাস, চলতি বছরের ডিসেম্বরেই ওটিটি মঞ্চে হাজির হবে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’৷ দর্শক তথা ফেলুভক্তদের আর একটু ধৈর্য ধরতে অনুরোধ করেছেন অভিনেতা ৷ পোস্টের সঙ্গে ‘ছিন্নমস্তার অভিশাপ’  থেকে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি ৷ ট্যাগ করেছেন সৃজিত মুখোপাধ্যায়কেও ৷ তবে এই প্রসঙ্গে সৃজিতের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও আসেনি ৷
advertisement
advertisement
এর আগে নব্বইয়ের দশকে শেষে টেলিভিশনের জন্য ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ পরিচালনা করেছিলেন সন্দীপ রায় ৷ ফেলুদা অভিযানের তিরিশ বছর পূর্তি উপলক্ষে সিরিজের নাম ছিল ‘ফেলুদা ৩০’ ৷ এই টেলিছবিতে ফেলুদার ভূমিকায় ছিলেন সব্যসাচী চক্রবর্তী ৷ তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় ৷ জটায়ু হিসেবে দর্শক পেয়েছিল অনুপকুমারকে ৷ এই ছবির পরেই প্রয়াত হন তিনি ৷
advertisement
তারও আগে আশির দশকের শেষে এই গল্প অনুসরণে ‘কিস্যা কাঠমাণ্ডু মেঁ’ পরিচালনা করেছিলেন সন্দীপ রায় ৷ হিন্দিতে সেই ফেলুদা অভিযানে প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় ছিলেন শশী কপূর ৷ তোপসের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী পল্লবী যোশির ভাই অলঙ্কারকে ৷ মোহন আগাসে অভিনয় করেছিলেন জটায়ুর চরিত্রে ৷ পরে সন্দীপ রায়ের পরিচালনায় বাংলায় ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ ছবিতে তিনি হয়েছিলেন মগনলাল মেঘরাজ ৷ তবে ‘কিস্যা কাঠমাণ্ডু মেঁ’ ছবিতে এই চরিত্রে ছিলেন এক ও অদ্বিতীয় উৎপল দত্ত-ই ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tota Roy Choudhury: কবে দেখা যাবে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’? ইঙ্গিত দিলেন স্বয়ং ফেলুদাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement