Manoj Mitra Hospitalised: আচমকা গুরুতর অসুস্থ মনোজ মিত্র, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা

Last Updated:

Manoj Mitra Hospitalised: ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি৷

 গুরুতর অসুস্থ মনোজ মিত্র
গুরুতর অসুস্থ মনোজ মিত্র
কলকাতা: ফের গুরুতর অসুস্থে হয়ে হাসপাতালে ভর্তি টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি৷ তাঁর ভাই অমর মিত্র খবরটির সত্যতা জানিয়েছেন৷
টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা জনপ্রিয় নাট্যকার মনোজ মিত্রর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ হঠাৎ কী হল অভিনেতার, তা জানার জন্য উৎকন্ঠায় রয়েছেন ভক্তরা৷ হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় অভিনেতার৷ তারপরই তড়িঘড়ি করে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা৷
advertisement
advertisement
বেশ কয়েকমাস আগে ফেব্রুয়ারিতেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা৷ দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যা ছিল অভিনেতার৷ সেই সময় পরীক্ষা করে দেখা যায়, হার্টের সমস্যা রয়েছে৷ সেই মতোই অভিনেতার পেস মেকার বসানো হয়৷ সেই সময় চিকিৎসক সরোজ মন্ডলের তত্ত্বাবধানেই চিকিৎসা চলেছিল অভিনেতার৷ তাঁর শারীরিক অসুস্থতার খবর শুনে সকলেই দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন৷
advertisement
টলিউডেই শুধু নয় বরং নাট্য জগতের অন্যতম দাপুটে অভিনেতা মনোজ মিত্র৷ নাটক, সিনেমা ছাড়াও সিরিয়াল, শর্ট ফিল্ম সবতেই নিজের ছাপ রেখেছেন তিনি৷ তবে এখন তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে৷ আপতত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে আড়ালে গিয়ে লেখালেখি করে সময় কাটছে মনোজ মিত্রর৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manoj Mitra Hospitalised: আচমকা গুরুতর অসুস্থ মনোজ মিত্র, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement