Manoj Mitra Hospitalised: আচমকা গুরুতর অসুস্থ মনোজ মিত্র, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Manoj Mitra Hospitalised: ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি৷
কলকাতা: ফের গুরুতর অসুস্থে হয়ে হাসপাতালে ভর্তি টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি৷ তাঁর ভাই অমর মিত্র খবরটির সত্যতা জানিয়েছেন৷
টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা জনপ্রিয় নাট্যকার মনোজ মিত্রর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ হঠাৎ কী হল অভিনেতার, তা জানার জন্য উৎকন্ঠায় রয়েছেন ভক্তরা৷ হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় অভিনেতার৷ তারপরই তড়িঘড়ি করে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা৷
advertisement
advertisement
বেশ কয়েকমাস আগে ফেব্রুয়ারিতেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা৷ দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যা ছিল অভিনেতার৷ সেই সময় পরীক্ষা করে দেখা যায়, হার্টের সমস্যা রয়েছে৷ সেই মতোই অভিনেতার পেস মেকার বসানো হয়৷ সেই সময় চিকিৎসক সরোজ মন্ডলের তত্ত্বাবধানেই চিকিৎসা চলেছিল অভিনেতার৷ তাঁর শারীরিক অসুস্থতার খবর শুনে সকলেই দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন৷
advertisement
টলিউডেই শুধু নয় বরং নাট্য জগতের অন্যতম দাপুটে অভিনেতা মনোজ মিত্র৷ নাটক, সিনেমা ছাড়াও সিরিয়াল, শর্ট ফিল্ম সবতেই নিজের ছাপ রেখেছেন তিনি৷ তবে এখন তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে৷ আপতত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে আড়ালে গিয়ে লেখালেখি করে সময় কাটছে মনোজ মিত্রর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2024 9:41 AM IST