Tollywood: আসছে আরিয়ানের নতুন ছবি! হরর-থ্রিলারে জুটি বেঁধেছেন শুভঙ্কি
- Published by:Ratnadeep Ray
- Reported by:Manash Basak
Last Updated:
কলকাতা: হরর-থ্রিলার ছবিতে আরিয়ান-শুভঙ্কি। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। চলতি বছরেই বড়পর্দায় আসছে নতুন ছবি। নতুন থ্রিলার ছবিতে জুটিতে শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। ছবির নাম ‘স্লেয়ার’। প্রকাশ্যে ছবির ফার্স্টলুক। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। “স্লেয়ার” হল এমন একটি মনিস্তাত্ত্বিক থ্রিলার ছবি যা একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি এবং কিভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়। প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক ও শুভঙ্কি ধর। রহস্যে, থ্রিলারের মোড়কে মুক্তি পাবে এই ছবি। ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যকে।
পরিচালক দ্বৈপ্যন এম জানান “এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ান কে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। এই ছবিতে পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে।আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ছবি”।
advertisement
advertisement
অভিনেত্রী শুভঙ্কি বলেন, “এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভালো লাগবে”।
ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। ছবিতে মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন প্রীতম দেব। চলতি বছরে প্রযোজক অমিত সিনহা এর প্রযোজনায় “অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস” এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
advertisement
নতুন থ্রিলার ছবিতে জুটি বেঁধেছেন শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। ছবির নাম ‘স্লেয়ার’। প্রকাশ্যে ছবির ফার্স্টলুক। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। ‘স্লেয়ার’ একটি মনিস্তাত্ত্বিক থ্রিলার। একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি এবং কীভাবে তাঁর জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয় তা রয়েছে এই ছবিতে। প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক ও শুভঙ্কি ধর। রহস্য, রোমাঞ্চের মোড়কে মুক্তি পাবে এই ছবি।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য এবং অন্যান্যকে।
advertisement
পরিচালক দ্বৈপ্যন এম জানান, “এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ান কে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ছবি”। অভিনেত্রী শুভঙ্কি জানান ” এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভালো লাগবে”। ছবির শ্যুটিং হয়েছে কলকাতায়। ছবিতে মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন প্রীতম দেব। চলতি বছরে প্রযোজক অমিত সিনহা এর প্রযোজনায় ‘অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস’ এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 29, 2025 11:46 AM IST