Bangla Cinema: আসছে নতুন ছবি 'অহনা', পুরুষতান্ত্রিক সমাজে মহিলা লেখকের টানাপড়েনের গল্প নিয়ে সুদীপ্তা-জয়

Last Updated:

কলকাতা শহরের একজন লেখিকার জীবনের গল্প। লেখিকার নাম অহনা। ছবির নামও অহনা। এই ছবিতে দেখা যায় অহনার জীবনের কয়েকটা দিন।

আসছে নতুন ছবি অহনা, মুখ‍্য ভূমিকায় সুদীপ্তা
আসছে নতুন ছবি অহনা, মুখ‍্য ভূমিকায় সুদীপ্তা
কলকাতা: শ্যুটিং শুরু হল নতুন বাংলা ছবি ‘অহনা’র। ছবিতে মুখ‍্য ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী এবং জয় সেনগুপ্তকে। ছবির গল্পের পরতে পরতে আছে বড় চমক।
কলকাতা শহরের একজন লেখিকার জীবনের গল্প। লেখিকার নাম অহনা। ছবির নামও অহনা। এই ছবিতে দেখা যায় অহনার জীবনের কয়েকটা দিন।
প্রসঙ্গক্রমে উঠে আসে তার লেখকজীবন ও ব্যক্তিজীবন, ‘মহিলা’ লেখক হিসাবে তার সাফল্য এবং দাম্পত্য জীবনে তার প্রভাব। পুরুষতান্ত্রিক সমাজের বিভিন্ন ট্যাবু ও বেশ কিছু স্পর্শকাতর বিষয়কে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এ ছবিতে।
advertisement
advertisement
সম্পর্কের বিভিন্ন স্তর ও তার ভিতরের দ্বন্দ্ব, টানাপড়েন এই ছবিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে। অহনা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র, অহনার স্বামী রুদ্রনীল, শ্বশুরমশাই বিমলেন্দু, তার ছোটবেলার বন্ধু আদিত্য।
‘অহনা’ ছবির পরিচালক প্রমিতা ভৌমিক। এটি প্রমিতার প্রথম ফিচার ফিল্ম। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন প্রমিতা। এর আগে একাধিক শর্টফিল্ম পরিচালনা করেছেন তিনি। সেগুলি দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র উৎসবে সম্মানিত ও পুরস্কৃত হয়েছে।
advertisement
অহনার চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীলের চরিত্রে জয় সেনগুপ্ত, বিমলেন্দু চরিত্রে সৌম্য সেনগুপ্ত, আদিত্য চরিত্রে নবাগত প্রিয়ব্রত সেন সরকার। এছাড়াও এই ছবিতে আছেন সেঁজুতি রায় মুখোপাধ্য়ায়, সুকৃতি লহরী, পায়েল রক্ষিত প্রমুখ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangla Cinema: আসছে নতুন ছবি 'অহনা', পুরুষতান্ত্রিক সমাজে মহিলা লেখকের টানাপড়েনের গল্প নিয়ে সুদীপ্তা-জয়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement