Yash-Madhumita: গুঞ্জনের মধ্যেই গোপনে বিয়ে সারলেন পাখি-অরণ্য! বিয়ের সাজে প্রকাশ্যে ছবি

Last Updated:

লাল বেনারসীতে নববধূ’র সাজে মধুমিতা (Madhumita Sarcar)। যশের (yash Dasgupta) পরণে যদিও প্যান্ট-শার্ট । বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হুলস্থূল ।

#কলকাতা: লাল টুকটুকে বেনারসি, পায়ে আলতা, কপালে টিপ। একেবারে নব বধূর সাজে পাখি। সঙ্গে অরণ্য। তবে অরণ্য রয়েছেন বাবুটি সেজে। শার্ট, প্যান্ট হাতে ঘড়ি। গল্পটা কী? গল্প নয়, মিউজিক ভিডিও। এসভিএফ-এর 'ও মন রে' (Ore Mon Re) মিউজিক ভিডিও-তে আবার একসঙ্গে 'বোঝে না সে বোঝে না' জুটি। যশ-মধুমিতার রসায়ন কতটা জমাটি তা ভিডিও প্রকাশ্যে এলেই বোঝা যাবে। তবে শ্যুটিং-এর স্টিল দেখে একটা আঁচ করা যাচ্ছে।
২০১৩ সালে 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিলো যশ (Yash Dasgupta) ও মধুমিতাকে (Madhurima Sarcar)। পাখি-অরণ্য জুটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই অনুরাগীরা পাখি-অরণ্যকে আবার দেখতে চান। সেই দাবি নেট মাধ্যমে প্রায়ই করে থাকেন তাঁরা। সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে। তবে ছবি কিংবা ধারাবাহিক নয়, মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন তাঁরা।
advertisement
এই মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফ করেছেন বিখ্যাত কোরিওগ্রাফার-ডিরেক্টর বাবা যাদব। গানটি গায়েছেন বাংলাদেশের স্বনামধন্য গায়ক, তনবীর ইভান। ও মিউজিক ভিডিওটি ফ্রেমবন্দি করেছেন, সৌমিক হালদার।
advertisement
'ও মন রে' -গানটি একটি রোম্যান্টিক গান। যশ-মধুমিতার রসায়ন পারদ কতটা ছড়িয়ে দেয় সেটাই দেখার। ছোট পর্দা দিয়েই এই দু’জন তাঁদের ক্যারিয়ার শুরু করেছেন। তবে বড়পর্দাতেও নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন যশ ও মধুমিতা।
advertisement
আপাতত ব্যক্তিগত জীবন নিয়েই খবরের শিরোনামে থাকেন যশ। নুসরত জাহান ও তাঁর সম্পর্ক নিয়ে নানা ঋষির নানা মত। অন্যদিকে মধুমিতার লভ লাইফও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। দু’জনেই চর্চায় রয়েছেন। এঁদের মিউজিক ভিডিও কতটা buzz তৈরি করে সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash-Madhumita: গুঞ্জনের মধ্যেই গোপনে বিয়ে সারলেন পাখি-অরণ্য! বিয়ের সাজে প্রকাশ্যে ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement