‘আজ বিশ্ব রগড়ানি দিবস’, সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ’কে নিয়ে বিদ্রুপ পরমব্রত-মিমি’র

Last Updated:

বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)-কে প্রকাশ্যেই বিদ্রুপ করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ।

#কলকাতা: ২০২১ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2021) বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল দল বদলের হাওয়া। কিন্তু সেই হাওয়া কার্যত উড়ে গেল সবুজ ঝড়ে । বাংলায় হ্যাট্রিক করেছে মমতা বন্দ্যোপাধ্যের দল । নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় ফের ক্ষমতায় তৃণমূল । গনণা শুরুর সময় সেয়ানে-সেয়ানে লড়াই হলেও, বেলা বাড়তেই গ্রাফটা পরিষ্কার হতে থাকে । তাতে দেখা যায়, প্রধান প্রতিপক্ষ দল বিজেপিকে অনেকটা পিছনে ফেলে জয়ের পথ নিষ্কন্টক করেছে তৃণমূল । ২১৫টি আসন নিজেদের দখলে রেখেছে জোড়া ফুল, অন্যদিকে তিন সংখ্যার ঘরে প্রবেশও করতে পারেনি পদ্ম । সংখ্যাটা আটকে গিয়েছে ৭৫-এ ।
বাংলায় সবুজ ঝড়ের আভাস পাওয়া মাত্র সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে জয়োল্লাস আর ব্যাঙ্গ, বিদ্রুপ, কটূক্তি । ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে হরেক রকম মিম । সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন তাবড় তাবড় সেলেবরাও । বিজেপি-তে যোগ দিয়েছিলেন যে তারকারা, তাঁদের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না । অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এখন সক্রিয় বিজেপি বিরোধী শক্তিরা ।
advertisement
বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)-কে প্রকাশ্যেই বিদ্রুপ করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী । দিলীপবাবুর বিতর্কিত ‘বারমুডা’ প্রসঙ্গ তুলে বিজেপির রাজ্য সভাপতিকে বিঁধলেন মিমি। পরমব্রত টুইট করলেন ‘রগড়ে দেব’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে।
advertisement
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাঙা পা নিয়ে কটাক্ষ করতে গিয়ে তাঁকে ‘বারমুডা’ পরার পরামর্শ দিয়েছেন দিলীপ। সেই প্রসঙ্গে ট্যুইট করে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) লেখেন, “এই যে, যে বলেছিলেন বারমুডার কথা তিনি কোথায়, ও দাদা।” বাংলায় প্রচারে এসে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি ও দিদি’ বলে ব্যাঙ্গ করতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে । সেই ভাষাতেই এ বার দিলীপবাবু’কে আক্রমণ করলেন মিমি ।
advertisement
অন্যদিকে, “নিজেদের মতে নিজেদের গান” তৈরি করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়-সহ বাংলা ইন্ড্রাষ্ট্রির বেশ কিছু পরিচিত মুখ । সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, “শিল্পীদের বলছি আপনারা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব।” সেই প্রসঙ্গে টেনে পরমব্রত (Parambrata Chatterjee) লেখেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!”
advertisement
advertisement
বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানও প্রধানমন্ত্রীর ‘দিদি ও দিদি’ ডাক নকল করে ট্যুইট করেন ‘দিদি জিও দিদি ।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আজ বিশ্ব রগড়ানি দিবস’, সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ’কে নিয়ে বিদ্রুপ পরমব্রত-মিমি’র
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement