হোম /খবর /বিনোদন /
এ বার শ্রীময়ীর কাছে হারতে হবে জুন আন্টি’কে, শ্রীময়ীর অধীনে কাজ করবেন জুন!

এ বার শ্রীময়ীর কাছে হারতে হবে জুন আন্টি’কে, শ্রীময়ীর অধীনে কাজ করবেন জুন!

সংসারের হাল ধরতে ফের চাকরির খোঁজে বেরলেন জুন আন্টি । আর এখানেই ঘুরবে গল্পের মোড় ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অবশেষে দীর্ঘ বিরতির পর বাঙালির সান্ধ্যকালীন ড্রয়িংরুমে ফিরে এসেছেন শ্রীময়ী, অনিন্দ্য, জুন, ডিঙ্কারা । আড়াই মাসের লকডাউনের পর টলিপাড়ায় ফের শুরু হয়েছে ছোট পর্দার শ্যুটিং । এখন কোভিড প্রোটোকল মেনে কাজ শুরু হয়ে গিয়েছে পুরোদমে ।

ফলে আবারও জমে উঠেছে শ্রীময়ী-অনিন্দ্য-জুন-রোহিতের সম্পর্কের চাপানউতোর । এতদিন ঘরের কাজ সামলে আদর্শ গৃহিণী হযে উঠেছিলেন শ্রীময়ী । এ বার সে পা দিতে চলেছে বাইরের জগতে । রোহিতের কোম্পানিতে চাকরি করছেন শ্রীময়ী । এ দিকে জুন এখন বেকার । অনিন্দ্যও অসুস্থ । ফলে সংসারের হাল ধরতে ফের চাকরির খোঁজে বেরলেন জুন আন্টি ।

আর এখানেই ঘুরবে গল্পের মোড় । এতদিন শ্রীময়ী’কে হেয় করা জুন’কে কি এ বার শ্রীময়ীর অধীনে কাজ করতে হবে? সিরিয়ালের সাম্প্রতিক প্রোমো তো সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে । তবে এর উত্তর পেতে হলে চোখ রাখতে হবে টিভি-র পর্দায় ।

Published by:Simli Raha
First published:

Tags: June Anty, Sremoyee, Star Jalsha