পা টিপলেন ‘ফাগুন বউ’-এর নায়িকা ঐন্দ্রিলা, কিন্তু কার ?

Last Updated:
#কলকাতা: রাজা-দুষ্টু জুটি,সে তো বাংলার টেলিভিশন জগতে ইতিহাস তৈরি করেছিল ৷ মাঝখান দিয়ে অনেকটা সময় কেটে গিয়েছে ৷ সিরিয়ালের সেটের পরিচয়, সেখান থেকে কখন যে বন্ধুত্ব হয়ে গিয়েছে, তা হয়তো নিজেরাও জানেন না বিক্রম এবং ঐন্দ্রিলা ৷
তবে মাঝখান দিয়ে জীবনে অনেক টানাপড়েন গিয়েছে ৷ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বিক্রম ৷ সে সময়টাও কিন্তু বন্ধুর হাত ছাড়েননি ঐন্দ্রিলা ৷ বরং বয়ফ্রেন্ড তথা নায়ক অঙ্কুশকে সঙ্গে নিয়ে বিক্রমের পাশে থেকেছেন নায়িকা ৷ আবার বিক্রম-ঐন্দ্রিলা জুটি টেলিভিশনে ফিরেছে ‘রোদ্দুর-মহুল’হয়ে ‘ফাগুন বউ’ধারবাহিকে ৷ আর ছোট পর্দায় জুটি ফিরতেই দর্শকদের ভালোবাসা কুড়িয়ে নিয়েছে তাঁরা ৷ অন্যান্য অনেক ধারাবাহিককে পিছনে ফেলে দিয়েছে এই ধারাবাহিক ৷
advertisement

And one more from the shoot! #PhagunBou

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje) on

advertisement
advertisement
ধারাবাহিকের শুটিংও চলে ভীষণ মজায় ৷ কাজ, খুনসুটি আর মজায় মশগুল থাকে ‘ফাগুন বউ’-এর সিরিয়াল সেট ৷ সেইরকম এক মজার ছবিই ধরা পড়ল বিক্রম চট্টোপাধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে ৷
2
বিক্রম চট্টোপাধ্যায়ের শেয়ার করা সেই ইনস্টাগ্রাম পোস্ট ৷ 
আসলে অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছোট ছোট ভিডিও পোস্ট করেছেন ৷ সেখানে একটি ভিডিওতে ঐন্দ্রিলাকে কিছু একটা করতে দেখা যাচ্ছে ৷ এবং ভিডিওটির উপর বিক্রম লিখেছেন, ‘উফ কী ভাল পা টেপে এই মেয়েটা ৷’’ তবে ঐন্দ্রিলা কারও পা টিপছিলেন কিনা, তা ওই ভিডিওতে যদিও স্পষ্ট নয় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পা টিপলেন ‘ফাগুন বউ’-এর নায়িকা ঐন্দ্রিলা, কিন্তু কার ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement