জেএনইউ কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন ‘রানি রাসমণি’ দিতিপ্রিয়া

Last Updated:

‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তাঁর মতে, একজন শিক্ষার্থী হয়ে এমন বিষয় মেনে নেওয়া খুবই কঠিন ৷

#কলকাতা: গত ৫ জানুয়ারি জেএনইউ-তে হিংসার ঘটনায় বহিরাগতদের যোগ খরিজ করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি জয় তির্কে জানান যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে তারা এখনও পর্যন্ত ৯ জনকে চিহ্নিত করতে পেরেছে যারা হিংসার ঘটনায় জড়িত ছিল। এদের অনেকেই পেরিয়ার হস্টেলে হামলা চালানোর ঘটনায় জড়িত। তাদের মধ্যে অন্যতম হলেন ঐশী।এই বিষয়ে সাংবাদিকদের সামনে সিসিটিভি ফুটেজের প্রিন্টআউটও দেখিয়েছেন ডিসিপি।
প্রথমে জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের উপর ভয়াবহ হামলার নিন্দায় গোটা দেশ। ছাত্রদের মিছিলে পুলিশের লাঠিচার্জ নিয়েও চরম নিন্দা চলছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও চলছে মিটিং, মিছিল, প্রতিবাদ। তারকারাও সেই প্রতিবাদ থেকে পিছিয়ে নেই। দীপিকা পাড়ুকোন যেমন জেএনইউ-র প্রতিবাদী শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তেমনি পিছিয়ে নেই টলিউডও ৷
advertisement
‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তাঁর মতে, একজন শিক্ষার্থী হয়ে এমন বিষয় মেনে নেওয়া খুবই কঠিন ৷ যা ঘটছে খুবই খারাপ বলে মত দিতিপ্রিয়ার ৷ যে কোনও শিক্ষার্থীদের সঙ্গেই এমন ঘটনা ঘটার আশঙ্কা থাকছে ৷ যে কেউ আক্রান্ত হতে পারে ৷ সবাই এখনই এগিয়ে না এলে সমস্যা আরও বাড়বে বলেই মনে করেন দিতিপ্রিয়া ৷ শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটছে, তা অত্যন্ত দুঃখের বলে মত অভিনেত্রীর ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
জেএনইউ কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন ‘রানি রাসমণি’ দিতিপ্রিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement