• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ব্রিটিশ যুবককে ‘হেল্প’! এ ভাবে মদের বোতলের ছিপি খুললেন বাঙালি নায়িকা ত্রিধা

ব্রিটিশ যুবককে ‘হেল্প’! এ ভাবে মদের বোতলের ছিপি খুললেন বাঙালি নায়িকা ত্রিধা

ত্রিধা চৌধুরী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

ত্রিধা চৌধুরী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #কলকাতা: ত্রিধা চৌধুরী। তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল ২০১৩ সালে। । প্রথম ছবিতেই প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে 'মিশর রহস্য'। তারপর থেকেই 'খাদ', 'ক্ষত'-এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে মুখ দেখিয়েছেন এই অভিনেত্রী ৷

  এরপর পাড়ি দিয়েছেন বলিউডে ৷ একের পর এক সিরিয়ালে কাজ করেছেন তিনি ৷ এর পাশাপাশি শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ত্রিধা ৷ শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের প্যাশন থেকে দূরে যাননি নায়িকা। বছর চব্বিশের ত্রিধা ঘুরতে খুব ভালবাসেন। আজ বালি তো কাল কেরালা, আজ ইন্দোনেশিয়া তো কাল আগ্রা। দেশ-বিদেশ চষে ফেলতে তার জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, নিজের ট্র্যাভেল ডায়রি থেকে গুচ্ছ গুচ্ছ ছবি আর ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি লন্ডনে ঘুরতে গিয়েছেন এই বাঙালি নায়িকা ৷ আর সেখানেই এক মজার কাণ্ড ঘটিয়েছেন তিনি ৷ সেই ঘটনার ভিডিওটিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ত্রিধা ৷

  ঠিক কী ঘটেছিল?

  লন্ডনের এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন ত্রিধা ৷ আর সেখানেই এক ব্রিটিশ ভদ্রলোক ত্রিধাকে অনুরোধ করেন একটি বিয়ারের ছিপি খুলে দেওয়ার জন্য ৷ আর এক অদ্ভুত কায়দায় দাঁত দিয়েই বিয়ারের বোতলের ছিপি খুলে ফেলেন ত্রিধা ৷ দেখে নিন সেই ভিডিও-

  First published: