OMG! রাজ নয়, শুভশ্রী অন্য কাউকে বললেন-‘দু’টি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে’,দেখুন ভিডিও

Last Updated:
#কলকাতা: বিয়ে হয়েছে সবে মাত্র এক বছর পেরিয়েছে ৷ এই তো গত বছরের মে মাসে বাওয়ালি রাজবাড়িতে ধুমধাম করে বিয়ে সেরেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং টলি নায়িকা শুভশ্রী চক্রবর্তী ৷ কিন্তু এর মধ্যেই নাকি অন্য একজন মানুষের প্রতি নায়িকার অপরিসীম ভালোবাসার উদয় ঘটেছে ৷ সেই ভালোবাসার তরী তিনি ইতিমধ্যেই ভাসিয়ে দিয়েছেন ৷ নায়িকা নাকি সেই মানুষটিকে নিয়ে গান গাইছেন ৷ আর সেই গান দিয়েই বার বার বোঝাতে চাইছেন ‘দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে’৷ আর তাঁর এই চাওয়ার পিছনে নাকি সম্পূর্ণ সমর্থন রয়েছে তাঁর পরিচালক স্বামী রাজেরও ৷
! সত্যি বলে মানুন চাই না মানুন....সবটাই ঘটেছে শুভশ্রীর জীবনে। তবে রিয়েল লাইফে নয় ৷ রিল লাইফে ঘটছে পুরোটাই ৷ রাজ চক্রবর্তীর আপকামিং ছবি ‘পরিণীতা’তে শুভশ্রী অভিনীত চরিত্র মেহুল পাড়ার বাবাইদা’র (ঋত্বিক চক্রবর্তী’প্রেমে মশগুল ৷ যার ঘাড়ের কাছে শ্বাস ফেলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কোথায় সে এখন আদাজল খেয়ে উঠেপড়ে লাগবে পরীক্ষার প্রস্তুতির জন্য তা নয়, সে প্রেমে মশগুল প্রাইভেট টিউটর কাম পাড়াতুতো দাদা বাবাইদার!
advertisement
আর সম্প্রতি কলকাতার এক পাবে লঞ্চ হয়ে গেল পরিণীতা ছবির প্রথম গান ৷ ছবির প্রথম গান সবার সামনে আসতে চলেছে ৷ আর তাই ছবি থেকে একটা মিষ্টি রোম্যান্টিক নাম্বারকেই সবার আগে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছিল পুরো টিম ৷ ‘তোমাকে’গানটির লঞ্চে হাজির ছিলেন ‘পরিণীতা’ছবির পুরো কাস্ট এবং ক্রু ৷ হাজির ছিলেন ছবির পরিচালক রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, আদ্রিত রায় ও ফলক রশিদ ৷ এছাড়া ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক অর্ক ৷ ছবির গল্প লিখেছেন প্রিয়াঙ্ক পোদ্দার আরক অর্ণব ভৌমিক। চিত্রনাট্যে পদ্মনাভ দাশগুপ্ত। তাঁরাও হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে ৷ ‘তোমাকে’গানটি গেয়েছেন শ্রেয়া ষোষাল ৷ গানটি রিলিজ করেছে মাত্র ঘণ্টাখানেক সময় হল,এর মধ্যেই গানটি দেখে ফেলেছেন প্রায় ২০ হাজার দর্শক ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
OMG! রাজ নয়, শুভশ্রী অন্য কাউকে বললেন-‘দু’টি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে’,দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement