প্রিয় অভিনেতা ইরফানের আকস্মিক প্রয়াণে বাকরুদ্ধ, শোকে বিহ্বল টলিউড

Last Updated:

মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি অভিনেতাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। কোলনে সংক্রমণ নিয়ে আইসিইউতে ভর্তি করা হলে, আজ সকালে আসে চরম দুঃখের সংবাদ।

#কলকাতাঃ থামল বছর দেড়েকের লড়াই। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে বুধবার সকালে প্রয়াত হলেন অভিনেতার ইরফান খান। বয়স হয়েছিল ৫৩ বছর। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি অভিনেতাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। কোলনে সংক্রমণ নিয়ে আইসিইউতে ভর্তি করা হলে, আজ সকালে আসে চরম দুঃখের সংবাদ।
অভিনেতার মৃত্যুর খবর শোকস্তব্ধ বলিউড থেকে টলিঊড। তাঁর অন্যতম বন্ধু পরিচালক সুজিত সরকার শ্রদ্ধা জানিয়েছেন ইরফানকে। তারপর একে একে ট্যুইটে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন অভিনেতা-অভিনেত্রীরা। প্রিয় অভিনেতার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বন্ধ সম্বোধন করে প্রসেনজিৎ লেখেন, "বন্ধু এটা খুবই তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু ভারতীয় চলচ্চিত্র জগতে তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে। শেষ ছবি ইংলিশ মিডিয়ামের সময়টা তোমার কাছে কঠিন ছিল। আমি সেখানে তোমাকে দেখে বিস্মিত হয়েছি। তুমি যেখানেই থাক বন্ধু ভাল থেক।"
advertisement
advertisement
advertisement
জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। তিনি লেখেন, "লিজেন্ডারি অভিনেতার আকস্মিক প্রয়াণে মর্মাহত। জীবন সত্যিই অনিশ্চিত। আমি তাঁর পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাই।"
advertisement
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ট্যুইটারে সমবেদনা জানিয়ে লেখেন, "ইরফান খানের মৃত্যুর খবরটা এখনও  খবরটা বিশ্বাস করতে পারছি না। তাঁর স্ত্রী সন্তান এবং পরিবার প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা জানাই। বিশ্বের সিনেমা জগতের অনেক বড় ক্ষতি হল। প্রিয় অভিনেতার আত্মার চির শান্তি প্রার্থনা করি।"
advertisement
অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী পার্নো মিত্র। বাংলাদেশের পরিচালক মুস্তাফা ফারুকির 'ডুব'-এ ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী পার্নো মিত্র। সেই ছবি চলচ্চিত্র জগতে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এদিন ইরফানের মৃত্যুর পর অভিনেতার সঙ্গে একটি ছবি ট্যুইটারে শেয়ার করে পার্নো লেখেন, "A man I've admired , an actor I've looked upto and and a co actor I've loved working with. You will be missed"। পাশাপাশি, তিনি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয় অভিনেতা ইরফানের আকস্মিক প্রয়াণে বাকরুদ্ধ, শোকে বিহ্বল টলিউড
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement