‘খালি পেটে ঘুমাতে যাবেন না প্লিজ’, করোনা রোগীর বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন টেলি-তারকারা

Last Updated:

আমাদের দেশকে বাঁচাতে হবে আমাদেরই । হিংসা, দ্বেষ, রেষারেষি চুলোয় যাক, পৃথিবীর এই অসুখ সারিয়ে তুলতেই হবে আমাদের ।

#কলকাতা: সত্যিই ভাল লাগছে । এই কঠিন একটা সময়েও অনেক কিছু দেখে ভাল লাগছে । হয়তো সত্যিই এই হাহাকারের বুকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি ‘বসুধৈব কটুম্বকং’ কথাটির আক্ষরিক অর্থ । করোনার কড়াল ছোবলে আমাদের সুন্দরী এই দেশ আজ যেন মৃত্যপুরী । আর্তনাদ, যন্ত্রণা, বুক ফাটা কান্না, মৃতদেহের স্তূপ, গণচিতার আগুন আজ পথে এনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের । যেখানে জাতি, ধপ্ম, উঁচু, নীচু, তারকা আর সাধারণের কোনও পার্থক্য নেই । যেখানে একটু শ্বাসবায়ুর জন্য আকুল আর্তিটা একইরকম, যেখানে মারণ ভাইরাসের কামড়টাও একই রকম । ঠিক সেখানেই একে অপরের কাঁধে হাত রাখতে চেয়ে আজ সকলে যেন সত্যিই ‘প্রত্যেকে আমরা পরের তরে’ হয়ে উঠেছি ।
সকলে এগিয়ে এসেছেন । সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবের রুক্ষ মাটি.... মানুষ কাঁধে হাত রেখে বলছেন ‘পাশে আছি ।’ এই কঠিন কঠোর পৃথিবীতে এর থেকে আর বেশি কী-ই বা দরকার । দেশ জুড়ে আজ বহু তারকারা তাঁদের ঝুলি উপুড় করে দিয়েছেন । কেউ দান করেছেন দেশের তহবিলে, কেউ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার, কেউ বিশ্ববাসীর থেকে জোগাড় করছেন অনুদান । আমাদের ঘরের কাছের টলিউডও পিছিয়ে নেই । টলিপাড়ায় বহু তারকারা করোনা আক্রান্ত হয়েছেন । কেউ কেউ লড়াইয়ে হার মেনেছেন, কেউ এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন । আবার অনেকে এগিয়ে এসেছেন অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে । নাহ, তারকা হয়ে নিজের স্টারডম ধরে রাখা নয় । সাধারণ মানুষ হয়ে নিজের যথাসর্বস্ব বিলিয়ে দিতে উদারহস্ত আজ তাঁরা । কেউ জোগাড় করছেন রক্ত, কেউ বা অক্সিজেন, কেউ উদভ্রান্তের মতো চেষ্টা করে চলেছেন কোনও এক অজানা, অপরিচিত যুবকের জন্য হাসপাতালের একটা বেডের ব্যবস্থা করতে ।
advertisement
advertisement
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে, অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়, ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, সঞ্চালক মির্চি অগ্নি, গায়ক রূপম ইসলাম থেকে শুরু করে পিছিয়ে নেই টেলিভিশন তারকারাও । রাণি রাসমণীর ‘পদ্মমণি’ দিয়া চক্রবর্তী, সায়ক চক্রবর্তী, ‘শ্রীময়’ ধারাবাহিকের মধুরিমা বসাক সকলেই এগিয়ে এসেছেন নিজেদের সাধ্যমতো । দিয়া আর সায়ক জানাচ্ছেন, শহরের কেউ যেন খালি পেটে শুতে না যান । কারও প্রয়োজন হলেই যেন তাঁদের সঙ্গে যোগাযোগ করেন । তাঁদের বাড়িতে খাবার পাঠানোর ব্যবস্থা হবে । অন্যদিকে, মধুরিমা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে । কারও জন্য রক্ত, কারও আইসিইউ বেড, কারও জন্য অক্সিজেনের ব্যবস্থা করে চলেছেন তিনি ।
advertisement
গোটা দেশ আজ বড় অসহায় । আমাদের দেশকে বাঁচাতে হবে আমাদেরই । হিংসা, দ্বেষ, রেষারেষি চুলোয় যাক, পৃথিবীর এই অসুখ সারিয়ে তুলতেই হবে আমাদের ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘খালি পেটে ঘুমাতে যাবেন না প্লিজ’, করোনা রোগীর বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন টেলি-তারকারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement