‘কপালে জুটে গিয়েছে...ফেঁসে গিয়েছি আমি অকালে’... বিয়ে নিয়ে আফসোস করলেন ‘শ্যামা’!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
তাঁদের বিবাহ বিচ্ছেদের কথাও শোনা গিয়েছিল বিয়ের পরপরই । জানা যায়, স্ত্রী’র বিপুল খ্যাতিই নাকি তাঁদের সংসারে ভিলেন হয়ে এসেছিল ।
#কলকাতা: বাংলার ঘরে ঘরে তিনি পৌঁছে গিয়েছেন অনেক আগেই ৷ খুবই জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা রায়৷ তবে তাঁকে সকলে চেনেন ‘কৃষ্ণকলি’র শ্যামার নামেই৷ সন্ধে হলেই আম-বাঙালির টোখ সেঁটে যায় টিভির পর্দায় প্রিয় চরিত্র নিখিল আর শ্যামার সংসার ও তাঁদের জীবনের উত্তান-পতন দেখতে ।
এই তো কিছুদিন আগেই শ্যামা থুড়ি তিয়াশা পালন করেছেন তাঁর তিন বছরের বিবাহবার্ষিকী । অভিনেতা সুবান রায় তাঁর স্বামী । সুবানের সঙ্গে কেট কেটে, জমিয়ে খাওয়াদাওযা করে, হৈ হুল্লোড় করে, পোজ দিয়ে ছবি তুলে আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । তাঁদের সুখী দাম্পত্য যেন উপচে পড়ছিল সেই ছবিগুলোয় ।
কিন্তু হঠাৎ কী হল? কী এমন হল, যার জন্য বিবাহবার্ষিকীর দিন দুয়েকের মধ্যেই এমন কথা বলতে বাধ্য হলেন তিয়াশা? নাহ, বিষয়টা ততটাও সিরিযাস কিছু নয় । আসলে স্বামী সুবানের সঙ্গে একটি মজার ভিডিও বানিয়েছেন তিয়াশা । সেখানেই গানের সুরে সুরে ঠোঁট মিলিয়েছেন তিনি । ওই ভিডিও-তে তিয়াশাকে বলতে শোনা গিয়েছে, ‘শুধু তোমারই জন্য’ ছবির জনপ্রিয় সেই গানের লাইন ।
advertisement
advertisement
‘‘দেখতে বর বর/কিন্তু আস্ত বর্বর/একটা জুটে গেছে কপালে
দেখতে হ্যান্ডসাম/কিন্তু ফেলুরাম/ফেঁসে গেছি আমি অকালে ।’’
advertisement
তিয়াশা-সুবানের বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে নানারকম গুজব রটেছিল । এমনকি তাঁদের বিবাহ বিচ্ছেদের কথাও শোনা গিয়েছিল সে সময় । জানা যায়, স্ত্রী’র বিপুল খ্যাতিই নাকি তাঁদের সংসারে ভিলেন হয়ে এসেছিল । কিন্তু সে সমস্ত গুজব উড়িযে দিয়ে দিব্যি সুখে ঘরকন্না করছেন লভ বার্ডস ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2020 10:22 AM IST