‘কপালে জুটে গিয়েছে...ফেঁসে গিয়েছি আমি অকালে’... বিয়ে নিয়ে আফসোস করলেন ‘শ্যামা’!

Last Updated:

তাঁদের বিবাহ বিচ্ছেদের কথাও শোনা গিয়েছিল বিয়ের পরপরই । জানা যায়, স্ত্রী’র বিপুল খ্যাতিই নাকি তাঁদের সংসারে ভিলেন হয়ে এসেছিল ।

#কলকাতা: বাংলার ঘরে ঘরে তিনি পৌঁছে গিয়েছেন অনেক আগেই ৷ খুবই জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা রায়৷ তবে তাঁকে সকলে চেনেন ‘কৃষ্ণকলি’র শ্যামার নামেই৷ সন্ধে হলেই আম-বাঙালির টোখ সেঁটে যায় টিভির পর্দায় প্রিয় চরিত্র নিখিল আর শ্যামার সংসার ও তাঁদের জীবনের উত্তান-পতন দেখতে ।
এই তো কিছুদিন আগেই শ্যামা থুড়ি তিয়াশা পালন করেছেন তাঁর তিন বছরের বিবাহবার্ষিকী । অভিনেতা সুবান রায় তাঁর স্বামী । সুবানের সঙ্গে কেট কেটে, জমিয়ে খাওয়াদাওযা করে, হৈ হুল্লোড় করে, পোজ দিয়ে ছবি তুলে আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । তাঁদের সুখী দাম্পত্য যেন উপচে পড়ছিল সেই ছবিগুলোয় ।
কিন্তু হঠাৎ কী হল? কী এমন হল, যার জন্য বিবাহবার্ষিকীর দিন দুয়েকের মধ্যেই এমন কথা বলতে বাধ্য হলেন তিয়াশা? নাহ, বিষয়টা ততটাও সিরিযাস কিছু নয় । আসলে স্বামী সুবানের সঙ্গে একটি মজার ভিডিও বানিয়েছেন তিয়াশা । সেখানেই গানের সুরে সুরে ঠোঁট মিলিয়েছেন তিনি । ওই ভিডিও-তে তিয়াশাকে বলতে শোনা গিয়েছে, ‘শুধু তোমারই জন্য’ ছবির জনপ্রিয় সেই গানের লাইন ।
advertisement
advertisement
‘‘দেখতে বর বর‍/কিন্তু আস্ত বর্বর/একটা জুটে গেছে কপালে
দেখতে হ্যান্ডসাম/কিন্তু ফেলুরাম/ফেঁসে গেছি আমি অকালে ।’’
advertisement
তিয়াশা-সুবানের বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে নানারকম গুজব রটেছিল । এমনকি তাঁদের বিবাহ বিচ্ছেদের কথাও শোনা গিয়েছিল সে সময় । জানা যায়, স্ত্রী’র বিপুল খ্যাতিই নাকি তাঁদের সংসারে ভিলেন হয়ে এসেছিল । কিন্তু সে সমস্ত গুজব উড়িযে দিয়ে দিব্যি সুখে ঘরকন্না করছেন লভ বার্ডস ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কপালে জুটে গিয়েছে...ফেঁসে গিয়েছি আমি অকালে’... বিয়ে নিয়ে আফসোস করলেন ‘শ্যামা’!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement