'হোম কোয়ারেন্টাইনে সবাই বাড়িতে, বই পড়ছি, লেখালেখি করছি,' দিনযাপনের গল্প বললেন ঋতব্রত

Last Updated:

লকডাউন হওয়ার ঠিক আগে, বন্ধু ঋদ্ধি সেনের শর্টফিল্মে কাজ করছিলেন ঋতব্রত।

#কলকাতাঃ ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর অভিনীত ছবি 'রক্ত রহস্য'। ছবির প্রচার শুরু হয়ে গিয়েছিল। একটি গানও মুক্তি পেয়েছে।  হঠাৎ থমকে গেল, শহর। বলা ভাল গোটা বিশ্ব। সৌজন্যে করোনা ভাইরাস। লক ডাউনে দেশ। সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ থেকে ক্রীড়া দুনিয়া এবং সিনেমা জগতের ব্যক্তিত্বরা। সকলের মত হোম কোয়ারেন্টাইনে অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। নিজের দিনযাপনের কথা ভাগ করে নিলেন নিউজ 18 বাংলার সঙ্গে।
লকডাউন হওয়ার ঠিক আগে, বন্ধু ঋদ্ধি সেনের শর্টফিল্মে কাজ করছিলেন ঋতব্রত। এডিট হওয়ার কথা ছিল। কিন্তু এডিট হয়নি। তার আগেই অচল হয়ে গিয়েছে গোটা শহর। গৃহবন্দি সকলে। তবে বাড়িতে থাকা ব্যাপারটায় খুব একটা আপত্তি নেই ঋতব্রতর। এই প্রসঙ্গে ঋতব্রত বললেন, 'আমার সঙ্গে অনেকেরই মতে মিলবে না। এই যে লোকজন পাগল হয়ে যাচ্ছেন বাড়িতে বসে থেকে। সকলে বলছেন, বোর হয়ে গিয়েছি। তিন-চারদিন হয়েছে মাত্র তারমধ্যেই অস্থির হয়ে উঠছে। আমার কিন্তু বেশ ভাল লাগছে। আমি খুব খুশি এমনটা বলব না, পরিস্থিতি খুব খারাপ। কিন্তু আমার বাড়িতে থাকতে কোনও অসুবিধা হচ্ছে না। কত কিছু তো করার মত রয়েছে। প্রচুর সিনেমা, সিরিজ, লেখালেখি করা, গল্প বই পড়া, অপশন কম নাকি।'
advertisement
বেশ কিছু লেখালেখির কাজ বাকি ছিল অভিনেতার। গৃহবন্দি থাকায় সে সব কাজ সেরে ফেলছেন। টানা অনেক দিন কাজ করার পর ছুটি পাওয়ার মতই তাঁর কাছে কোয়ারেন্টাইনের এই সময়। তবে এই ছুটিটা প্রত্যাশিত ছুটি নয়। এটুকুই তফাৎ। জেনারেশন 'Y' এর হয়েও ঋতব্রত ঘরে থাকতেও  স্বচ্ছন্দ্য বোধ করে । তিনি বললেন, 'আমি কোনদিনই খুব একটা বেড়িয়ে, আড্ডা দিয়ে, বন্ধুদের সঙ্গে পার্টি করে, রাত করে বাড়ি ফিরি, এমনটা নয়। শ্যুটিং না থাকলে, কলেজের ক্লাসের পর যদি নাটকের মহরা না থাকে বা অন্য কোন কাজ না থাকে, তাহলে বাড়িতেই ফিরে আসি। বাড়িতে থাকতে তেমন কোনও অসুবিধা হয় না। আমার যে খুব একা স্পেস প্রয়োজন, সেটাও  নয়। লোকে আমাকে খুব সোশ্যাল বলে, কিন্তু এরকম সোশ্যালাইজ করতে আমার ভাল লাগে না।' পরিবারের সকলের সঙ্গে বসে ছবি দেখতে, একসঙ্গে খাওয়া দাওয়া করতে, সময় কাটাতে ভাল লাগে।
advertisement
advertisement
ঋতব্রত একটু ঘরকুনো, তাই বন্ধুরা তাঁকে নিয়ে বেশ মজা করে। তাঁর কথায়, 'আমি কিছু বললেই বন্ধুরা বলে, তুই কিছু বলতে আসিস না। তুই বরং বাড়িতে থাক। তোর মা-বাবা মনে হয় ভাল ছেলে হওয়ার জন্য রোজ তোকে একটা করে মেডেল দেন। আসলে আমি বোধহয় একটু ব্যাকডেটেড। সবসময় হোয়াটসঅ্যাপে চেক করি না। দু'দিন পর হয়ত দেখলাম। অনেক সময় কাজ থাকে। কিন্তু কাজ না থাকলেও আমি একটু নিজের খেয়ালে থাকি। লোকে বলে আমার একটা কমিউনিকেশন গ্যাপ আছে। এটাও বলে তাই নাকি আমার প্রেম টেকেনি।'
advertisement
বাড়িতে থাকলে বাবা-মা সব ছেলে-মেয়েকেই নিজের ঘর গোছাতে বলেন। ঋতব্রতের মা-ও একই কথা বলছেন তাঁকে। তাঁর আলাদা কোনও শোয়ার ঘর নেই। তবে একটা বই খাতা রাখার ঘর আছে। সেই ঘরটা ঋতব্রতর খুব প্রিয়।  সেখান থেকেই বেশ কিছু না পড়া বই বার করেছেন। লকডাউন এর মধ্যে এসব বই পড়ে শেষ করার জন্য। ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত। বাবা শান্তিলাল মুখোপাধ্যায় নাটকের মানুষ। ছবি, ছোট পর্দা থাকলেও মন টানে নাটক। অভিনেতা জানান, বাবা, আমি আর আমাদের থিযেটারের সদস্যরা বাড়িতে বসে একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি। থিয়েটার জগতে এমন অনেক মানুষ আছেন, যাঁরা কাজ না করলে টাকা পান না। তাঁর কথায়, 'এই ফান্ড তাঁদেরই জন্য। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র।'
advertisement
ARUNIMA DEY
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'হোম কোয়ারেন্টাইনে সবাই বাড়িতে, বই পড়ছি, লেখালেখি করছি,' দিনযাপনের গল্প বললেন ঋতব্রত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement