‘কপালে জুটে গিয়েছে, ফেঁসে গিয়েছি অকালে’, তৃণার বায়নাক্কায় এখন আফসোস করছেন নীল!

Last Updated:

সব কিছুই তো ঠিকঠাকই চলছিল । কিন্তু হঠাৎ কী এমন হল যাতে নীলের মুখে তৃণাকে নিযে শোনা গেল বিস্তর অভিযোগ । তৃণার আচরণে আর বায়নাক্কায় অতিষ্ঠ নীল ।

#কলকাতা: বাংলার ঘরে ঘরে তাঁরা পৌঁছে গিয়েছেন অনেক আগেই ৷ একজন নীল ভট্টাচার্য্য, অন্যজন তৃণা সাহা ৷ সকলে তাঁদের চেনেন ‘কৃষ্ণকলি’র নিখিল আর ‘খড়কুটো’র গুনগুনের নামেই নামেই৷ সন্ধে হলেই আম-বাঙালির চোখ সেঁটে যায় টিভির পর্দায় প্রিয় চরিত্র নিখিল আর গুনগুনের সংসার ও তাঁদের জীবনের উত্তান-পতন দেখতে ।
তবে রিল লাইফে যাই হোক না কেন রিয়েল লাইফে তাঁরা এখন নবদম্পতি । সদ্যই বিয়ে হয়েছে নীল আর তৃণার । বিশাল ধূমধাম করে সেই বিয়ের আসর বসেছিল । কলেজ লাইফের ১০ বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেয়েছে । শুধু তাই নয়, কোপ-কপোতী সদ্য পা রেখেছেন রাজনীতির ময়দানেও । তৃণমূলে নাম লিখিয়েছেন তাঁরা । ভোটের প্রচারেও নেমেছেন এক যোগে । আর তারপর টেলিভিশনের এই জনপ্রিয় দম্পতি পাড়ি দিয়েছেন হনিমুনে । ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে বন্ধুবান্ধবের সঙ্গে নর্থ বেঙ্গল বেড়াতে গিয়েছেন তাঁরা । তাঁদের মধুচন্দ্রিমার একাধিক ছবি আর ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
advertisement
advertisement
সব কিছুই তো ঠিকঠাকই চলছিল । কিন্তু হঠাৎ কী এমন হল যাতে নীলের মুখে তৃণাকে নিযে শোনা গেল বিস্তর অভিযোগ । তৃণার আচরণে আর বায়নাক্কায় তিনি বলেই বসলেন, ‘ফেঁসে গেছি আমি অকালে ।’ তবে ব্যাপারটা পুরোটাই মজার ছলে । বাস্তবে এমনটা একেবারেই ঘটেনি । সম্প্রতি ইনস্টাগ্রামে মজার একটি রিল ভিডিও করেছেন তাঁরা । সেখানেই জনপ্রিয় একটি বাংলা গানের সঙ্গে দু’জনকে খুনসুটি করতে দেখা গিয়েছে । তৃণার হাবভাবকে মহারাণি ভিক্টোরিয়ার সঙ্গে তুলনা করেছেন নীল । ভিডিওতে দেখা যাচ্ছে, বাথরুমের মধ্যে ঢুকে কানে হেডফোন লাগিয়ে বাথটবে গা এলিয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাণির মতো রেড ওয়াইনে চুমুক দিচ্ছেন তৃণা । আর বাথরুমের বাইরে নীল অপেক্ষা করছেন তাঁর জন্য । নীল-তৃণার মজার এই ভিডিও নিমেষে মন জয় করে নিয়েছে দর্শকদের । সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কপালে জুটে গিয়েছে, ফেঁসে গিয়েছি অকালে’, তৃণার বায়নাক্কায় এখন আফসোস করছেন নীল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement