Viral Video| Tollywood|| সমুদ্রের বিচে 'মানিকে মাগে হিঠে'তে কত্থক নাচতেই উড়ে এল জুতো! অভিনেতা জীতুর ভিডিও তুমুল ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Jeetu Kamal Viral Dance Video: টেলি দুনিয়ার (Tollywood) জনপ্রিয় অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। সমুদ্রের বিচে 'মানিকে মাগে হিঠে'তে কত্থক নাচলেন জমিয়ে। কিন্তু তার ফল হল মারাত্বক...
#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় খুললে এখন একটাই গান বাজছে চারিদিকে। 'মানিকে মাগে হিঠে'। সিংহলি ভাষার এই গানেই এখন মজে আত থেকে আশি। বাদ যাচ্ছেন না সেলিব্রিটিরাও। প্রায় প্রত্যেকের সোশ্যাল হ্যান্ডেল খুললেই এই গানটি ব্যাকগ্রাউন্ডে রেখে নাচের ভিডিও বা রিল ভিডিও পাওয়া যাবে। সেই ট্রেন্ডে গান ভাসালেন টেলি দুনিয়ার (Tollywood) জনপ্রিয় অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। সমুদ্রের বিচে 'মানিকে মাগে হিঠে'তে কত্থক নাচলেন জমিয়ে। কিন্তু তার ফল হল মারাত্বক...
পুজো আসছে। আকাশে ভাসছে তুলোর মত পেঁজা পেঁজা মেঘ। মাঠে বেড়ে উঠেছে কাশফুল। প্রায় দেড় বছর ঘরবন্দি থাকার পরে ভ্যাকসিনের দৌলতে সচেতন নাগরিকদের অনেকেই বাইরে বেরনোর সাহজ দেখাচ্ছেন। সাধারণ মানুষের মতো বলিউড, টলিউডের তারকারাও বেরিয়ে পড়ছেন প্রাণ ভোরে নিঃশ্বাস নিতে। সেরকমই বন্দিদশা থেকে কয়েকদিনের ছুটিতে বেরিয়ে পড়েছেন অভিনেতা জীতু কমল এবং তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস। পৌঁছেও গিয়েছেন নিজেদের গন্তব্যে। সমুদ্রের ধারের ছবিও শেয়ার করেছে দু'জনে। সেই ছবি দেখে দীঘা, মন্দারমনি বা তাজপুর মনে হলেও আদৌ কোথায় গিয়েছেন জুটিতে, তা অবশ্য খোলসা করেননি কেউই।
advertisement
advertisement
advertisement
advertisement
শনিবার সকালেই নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছেন তারা। সেই ছবি শেয়ার করেছিলেন জীতু। হ্যাশট্যাগে লেখেন, acation mood♥️, Flying mood 🤣। পরে আবারও একটি রেস্তোরাঁয় খেতে বসে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেন। সেখানেও ছিল ছুটির মেজাজের ছোঁয়া। এরপর রবিবার প্রথমে স্ত্রী নবনীতাকে আদরে চুমুতে ভরিয়ে দেন জীতু। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় এবং তার ঘণ্টা খানেকের মধ্যে সমুদ্রের বিচ থেকে ট্রেন্ডিং 'মানিকে মাগে হিঠে' গানে কত্থক নাচের ভিডিও শেয়ার করেন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, নাচতে নাচতে যখন বিভোর জীতু তখন তাঁর পারফরমেন্স বিচার করে ধেয়ে আসছে একপাটি জুতো। তবে আর একপাটি জুতো উড়ে আসার অপেক্ষা না করেই তির বেগে ময়দান ছাড়েন জীতু। ভিডিওটি পোস্ট করতেই হা হা ইমোজিতে ভরেছে কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন, 'পারফরমেন্সের জন্য দারুন উফার পেয়েছে।' একজন লিখেছেন, 'দারুন ডান্স, এই গানের উপযুক্ত জবাব এই ডান্স।' একজন আবার মজা করে লিখেছে, 'এটা দেখব বলেই তো ইনস্টাতে অ্যাকাউন্ট খুলেছি।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2021 3:26 PM IST