#কলকাতা: দেশ জুড়ে আজ হাহাকার আর কান্নার শব্দ । নিরাপরাধ পরিযায়ী শ্রমিকদের অসহায় যাত্রা দেখছে গোটা ভারত । করোনা আবহে হঠাৎ করেই ঘোষণা হয়ে যায় লকডাউনের । হাতে নেই কাজ, পেটে নেই ভাত, যানবাহন নেই ঘরে ফেরার । সম্বলহীন পরিযায়ী শ্রমিকরা হাঁটছেন মাইলের পর মাইল । মাথার উপরে খাঁ খাঁ রোদ, শ্রান্ত পা, ভূখা পেট...তবু তাঁরা হাঁটছেন । কখনও পায়ের চামড়া ঝলসে তা থেকে ঝরছে রক্ত, কখনও গর্ভবতী মা তাঁর সন্তানকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার শেষ চেষ্টা করছেন, কখনও রাস্তাতেই মারা যাচ্ছে সদ্যোজাত, কখনও শ্রান্ত শরীর একটু বিশ্রাম নিতে রেললাইনের উপর শুয়ে পড়লে তা ছিন্নভিন্ন করে দিচ্ছে চলন্ত ট্রেন ।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমের পাতা এই সব হৃদয়বিদারক ছবিতে ভরে উঠলেও কেন তা নিয়ে কোনও উচ্চবাচ্য নেই দেশের তারকাদের । কেন কোনও ‘হ্যাশট্যাগ’ তৈরি হয়নি । কেন কেউ তাঁদের নিয়ে দু’কলম লিখছেন না । এমনই নানা প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন টলিউড নায়ক দেব । যিনি রাজ্য সরকারের একজন নির্বাচিত সাংসদও বটে । তিনি নিজে বহু পরিযায়ী শ্রমিককে তাঁদের ঘরে ফিরিয়ে দেওয়ার কাজ করে চলেছেন । দিন কয়েক আগেই নেপালে আটরকে পড়া ৩৬ জনকে শ্রমিককে ফিরিয়ে এনেছেন দেব । কিন্তু যেখানে আমেরিকার জ্বলন্ত ইস্যু ‘ব্ল্যাক লিভস ম্যাটার’ বা কেরলের গর্ভবতী হাতির মৃত্যু নিয়ে সোচ্চার হচ্ছেন দেশের দায়িত্ববান নাগরিকরা, সেখানে দেশের অভ্যন্তরে ঘটে চলা পরিযায়ী শ্রমিকদের এমন দূর্দশার কথা কেন স্থান পাচ্ছে না তারকাদের কলমে? আহত দেব তাই ক্ষোভ উগড়ে দিলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের দেওয়ালে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dev, Migrant Labours, Tollywood Actor