‘মৃণাল সেনের ইচ্ছানুযায়ী রবীন্দ্র সদনের টেবিলে দেহ শায়িত রেখে ফুল-মালা নিবেদন নয়’

Last Updated:
#কলকাতা: প্রয়াত প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন। রবিবার সকালে তাঁর ভবানীপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃণাল সেনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলায়।
এদিন পরিচালকের মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মৃণাল সেন পছন্দ করতেন না ৷ তিনি জানিয়েছেন, মৃণাল সেন তাঁর পরিবারের সদস্যদের কাছে বলেছিলেন, তাঁর মৃত্যুর পর দেহ যেন শায়িত রেখে সরকার কিংবা জনসাধারণের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের আলাদা করে ব্যবস্থা না করা হয় ৷ তাঁর সেই ইচ্ছেকেই মর্যাদা দিয়েই তেমনটাই ব্যবস্থা করা হচ্ছে ৷ জনসাধারণের জন্য রবীন্দ্রসদনের মৃণাল সেনের মরদেহ শায়িত রেখে ফুল-মালা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না ৷
advertisement
জানানো হয়েছে, মৃণাল সেনের ছেলে কুণাল সেন বিদেশে থাকেন ৷ তিনি বাড়িতে এসে না পৌঁছনো অবধি প্রয়াত পরিচালকের দেব পিস ওয়ার্ল্ডে রাখা হবে ৷ এরপর সেখান থেকে সোজা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘মৃণাল সেনের ইচ্ছানুযায়ী রবীন্দ্র সদনের টেবিলে দেহ শায়িত রেখে ফুল-মালা নিবেদন নয়’
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement