‘মৃণাল সেনের ইচ্ছানুযায়ী রবীন্দ্র সদনের টেবিলে দেহ শায়িত রেখে ফুল-মালা নিবেদন নয়’
Last Updated:
#কলকাতা: প্রয়াত প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন। রবিবার সকালে তাঁর ভবানীপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃণাল সেনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলায়।
এদিন পরিচালকের মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মৃণাল সেন পছন্দ করতেন না ৷ তিনি জানিয়েছেন, মৃণাল সেন তাঁর পরিবারের সদস্যদের কাছে বলেছিলেন, তাঁর মৃত্যুর পর দেহ যেন শায়িত রেখে সরকার কিংবা জনসাধারণের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের আলাদা করে ব্যবস্থা না করা হয় ৷ তাঁর সেই ইচ্ছেকেই মর্যাদা দিয়েই তেমনটাই ব্যবস্থা করা হচ্ছে ৷ জনসাধারণের জন্য রবীন্দ্রসদনের মৃণাল সেনের মরদেহ শায়িত রেখে ফুল-মালা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না ৷
advertisement
জানানো হয়েছে, মৃণাল সেনের ছেলে কুণাল সেন বিদেশে থাকেন ৷ তিনি বাড়িতে এসে না পৌঁছনো অবধি প্রয়াত পরিচালকের দেব পিস ওয়ার্ল্ডে রাখা হবে ৷ এরপর সেখান থেকে সোজা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2018 3:18 PM IST