Gourab Roy Chowdhury: গুরুতর অসুস্থ পর্দার ‘আবির’, হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা গৌরব রায় চৌধুরিকে

Last Updated:

অবস্থা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করতে হল টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরি (Gourab Roy Chowdhur)-কে ।

#কলকাতা: ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে তিনি জমিয়ে অভিনয় করছেন । অনেকেরই প্রিয় পাত্র তিনি । কিন্তু নিরুপমার স্বামী, পর্দার ‘আবির’ হঠাৎই মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন । অবস্থা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করতে হল টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরি (Gourab Roy Chowdhur)-কে ।
ঘটনার সূত্রপাত অভিনেতার কপালে হওয়া একটি ফোঁড়া থেকে । বেশ কয়েকদিন ধরেই ফোঁড়াটি অস্বস্তিতে ফেলছিল গৌরবকে । গতকাল (মঙ্গলবার) শ্যুটিং চলাকালীন হঠাৎই খুব অসুস্থ হযে পড়েন গৌরব । ফোঁড়া থেকে তীব্র যন্ত্রণা শুরু হয় তাঁর । শ্যুটিং মাঝপথেই বন্ধ রেখে বাড়ি ফিরে যান তিনি । কিন্তু সেই ব্যথা থেকে মুক্তি পাননি । এ দিন সকালে ফোঁড়ার কারণে চোখমুখ ফুলে যায় তাঁর । তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সম্ভবত ফোঁড়াটি অস্ত্রোপচার করতে হবে তাঁকে ।
advertisement
advertisement
advertisement
এ দিকে গৌরবের কনুইয়ে একটি বোন টিউমারও ধরা পড়েছে কয়েকদিন আগে । মাঝেমধ্যেই হাতের যন্ত্রণায় কাবু হয়ে পড়েন । চিকিৎসকরা সেটিকেও অপারেশন করে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gourab Roy Chowdhury: গুরুতর অসুস্থ পর্দার ‘আবির’, হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা গৌরব রায় চৌধুরিকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement