বাংলা গানে মন মাতালেন চ্যাং, সৃজিত নিজে শেয়ার করলেন সেই ভিডিও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সৃজিত মুখ্যোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’ থেকে গাইলেন ‘বলো না রাধিকা তাঁকে’ । অপূর্ব সেই গানটি আবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে রি-ট্যুইট করলেন পরিচালকমশাই ।
#কলকাতা: দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে বন্ধ আমাদের চারপাশের গোটা দুনিয়াটাই। বন্ধ স্কুল-কলেজ, দোকানপাট, বন্ধ সিনেমা-থিয়েটারও । এমনকি দেড় মাসের উপর বন্ধ ফিল্ম ইন্ডাস্ট্রিও । তাই সেলেবরাও ঘরবন্দি । ঘরে বসেই কেউ করছেন ঘরের কাজ, কেউ সৃজনশীল কাজে মন দিয়েছেন, কেউ আবার ঘর থেকেই নানা রকম ভাবে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, আবার কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন দুঃস্থদের দিকে ।
ঘরে বসে সময় যেন আর কাটতে চাইছে না । তাই এই যুযোগে তারকাদের সুপ্ত প্রতিভাগুলোও সামনে বেরিয়ে আসছে । কেউ করছেন নাচ, কেউ রান্না, কেউ বানাচ্ছেন শর্ট ফিল্ম, কেউ করছেন গান । এবার বাংলা গানে মন ভরালেন মেরিয়ান চ্যাং । ঠিক ধরেছেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত সেই চ্যাংয়ের কথাই বলছি । সৃজিত মুখ্যোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’ থেকে গাইলেন ‘বলো না রাধিকা তাঁকে’ । অপূর্ব সেই গানটি আবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে রি-ট্যুইট করলেন পরিচালকমশাই ।
advertisement
Great singing!!!:) https://t.co/25KNnDUNDr
— Srijit Mukherji (@srijitspeaketh) May 7, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2020 3:34 PM IST

