প্রেমে দাগা না খেলে, জীবনে পাখি ওড়ানোই হত না শিলাজিতের!

Last Updated:
#কলকাতা: 'যা পাখি উড়তে দিলাম তোকে/ খুঁজে নে অন্য কোনও বাসা।/ ভুলে যা বন্য ভালবাসা'... এই গানটা কার তা বোধ হয় আর বলার দরকার পড়ে না। গায়ক শিলাজিতের এই গান আজও সমান জনপ্রিয়। যুব সমাজ এখনও মেতে থাকে এই গানে। দরাজ গলায় গানটি গেয়ে ফেলেন শিলাজিৎ। প্রেমে দাগা খেলে এই গান চিৎকার করে গাইতে পারলেই কেল্লাফতে। মনের সব জ্বালা যন্ত্রণা নিমেষে উধাও!
সে তো না হয় হল। কিন্তু শিলাজিৎ এমন একটা গান লেখার কথা ভাবলেন কেন? তা হলে কী তিনিও খেয়েছিলেন দাগা? গানটা লাইনটা একবার গেয়ে নিয়ে শিলাজিৎ বললেন, "সে এক কঠিন সময় ছিল আমার জীবনে। প্রেম না থাকলে গান আসবে কোথা থেকে! রবি ঠাকুরের এত প্রেমিকা ছিলেন বলেই না অত ভাল লিখেছেন তিনি। তবে বিরহ তাঁর পিছনও ছাড়েনি। সেখানে আমি আর কে! দাগা না খেলে জীবন বৃথা। গানটা লেখার আগে একটা মেয়েকে আমার খুব ভাল লেগেছিল। তার সঙ্গে যোগাযোগও ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন যোগাযোগ বন্ধ হয়ে যায়! তার ফোন নম্বরটা ছিল আমার কাছে। কিন্তু আমি ওকে ফোন করব না। এদিকে নম্বরটাও ভুলতে পারছি না। না ঘুমাতে পারছি, না পারছি খেতে। তখনই এই গানটা আমার মাথায় এল। লিখে ফেললাম, 'যা পাখি উড়তে দিলাম তোকে...' গানটা লেখার পর আর কোনও দিন মনে পড়েনি তাকে। একবারের জন্যও না! ভুলতে গেলে লিখতে হবে।" সত্যিই জীবনে দাগারও দরকার আছে!
advertisement
আরও ভিডিও দেখুন--->
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেমে দাগা না খেলে, জীবনে পাখি ওড়ানোই হত না শিলাজিতের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement