বর পঞ্জাবী, গায়ে হলুদে শ্রাবন্তী সাজলেন একেবারে খাঁটি বাঙালি লুকে
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শ্রাবন্তীর বিয়ের আরও কিছু ছবি ৷ গায়ে হলুদের ছবিও সম্প্রতি এসেছে প্রকাশ্যে ৷ খাঁটি বাঙালি মেয়ের মতোই লাল পেড়ে হলুদ তাঁতের শাড়ি পরেছিলেন নায়িকা ৷
#কলকাতা: বর পঞ্জাবী, তিনি বাঙালি ৷ কিন্তু এতে আটকে থাকেনি মনের মিলন ৷ সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ পাত্রের নাম রোশন সিং ৷
বিয়েটা হয়েছে সপ্তাহ দুয়েক আগে ৷ কিন্তু এতদিন পর্যন্ত তাঁদের কোনও ছবি প্রকাশ্যে আসেনি ৷ অবশেষে আজ একটি ছবি শেয়ার করেছেন রোশন নিজে ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে বিয়ের পর পোজ দিয়েছেন যুগলে ৷ দেখে বোঝাই যাচ্ছে, কোনও একটি গুরুদ্বারের সামনে ছবিটি তোলা ৷ সম্ভবত অমৃতসরের এই গুরিদ্বারেই বিয়ে হয়েছে দু’জনের ৷ বিয়ের সেই ছবিতে একেবারে খাঁটি পঞ্জাবী পোশাকেই সেজেছেন শ্রাবন্তী ও রোশন ৷
advertisement
রোশন সিং টলিপাড়ার পরিচিত নাম নয় ৷ কারণ বিনোদন দুনিয়া থেকে কোনও সম্পর্কই নেই রোশনের ৷ পেশায় তিনি একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। রোশন সিং ওরফে মন্টি জন্মসূত্রে পঞ্জাবি ৷ তবে থাকেন কলকাতাতেই ৷ তাঁর বাড়ি পার্ক সার্কাস এলাকাতে ৷ শোনা গিয়েছিল, পয়লা বৈশাখের দিন এনগেজমেন্ট হয়েছিল শ্রাবন্তী-রোশনের ৷ তপসিয়ার কাছে এক বিলাসবহুল রেস্তোঁরায় নাকি বাগদান পর্ব সেরেছেন টলিউডের মিষ্টি নায়িকা ৷ তবে বিয়ে নিয়ে প্রথম থেকেই ছিল ঢাক ঢাক গুড় গুড় ৷ এ বিষয়ে মুখ খোলেননি রোশন-শ্রাবন্তীও ৷
advertisement
advertisement
অবশেষে আজ সামনে এল শ্রাবন্তীর বিয়ের ছবি ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন খোদ রোশন ৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শ্রাবন্তীর বিয়ের আরও কিছু ছবি ৷ গায়ে হলুদের ছবিও সম্প্রতি এসেছে প্রকাশ্যে ৷ খাঁটি বাঙালি মেয়ের মতোই লাল পেড়ে হলুদ তাঁতের শাড়ি পরেছিলেন নায়িকা ৷ সঙ্গে ছিল হাত ভর্তি গয়না, আর মাথায় ঘোমটা ৷ হলুদ মাখার পাশাপাশি আত্মীয় পরিজনদের সঙ্গে দারুণ আনন্দে মাতলেন নায়িকা ৷
advertisement
গায়ে হলুদের অনুষ্ঠানে শ্রাবন্তী #tollywoodonline #exclusive @srabanti.smile A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline) onView this post on Instagram
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2019 3:39 PM IST