'তারকা নয়, শুধু প্রার্থী হিসেবেই মানুষের জন্য কাজ করব'! বাঁকুড়া থেকে দাঁড়িয়ে বললেন সায়ন্তিকা

Last Updated:

দুদিন আগেই তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রী। যদিও তিনি জানিয়েছেন আনুষ্ঠানিক ভাবে দুদিন আগে যোগ দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন আগে থেকেই তিনি ছিলেন।

#কলকাতা: বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রী। যদিও তিনি জানিয়েছেন আনুষ্ঠানিক ভাবে দুদিন আগে যোগ দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন আগে থেকেই তিনি ছিলেন।
সায়ন্তিকা বলছেন, "নার্ভাস লাগছে না। তবে এক্সাইটেড। মানুষের জন্য কাজ করব। সেই সুযোগটা পাওয়া মানে গুরুদায়িত্ব। অনেক কাজ করতে হবে। বাকুড়ার মানুষের কাছে যাব। তাঁদের সঙ্গে থেকে শিখব, বুঝব। বাঁকুড়ার মানুষরাই আমায় শেখাবেন।"
বিশেষ করে অভিনেত্রীরা রাজনীতিতে এলেই বিভিন্ন ট্রোলিং এর মুখে পড়তে হয় তাঁদের। অনেকেই মনে করেন মাঠে ঘাটে নেমে কাজ করতে তাঁরা কতটা সক্ষম হবেন। এই বিষয়ে নিউজ ১৮ বাংলার প্রতিনিধিকে তিনি বলেছেন, "আমি কিক বক্সিং করি। বাইরে থেকে ডেলিকেট দেখতে লাগে ঠিক সেটা নয়। তবে মুখে বলে লাভ নেই। কাজ করব মানুষের জন্য। এই লড়াইয়ে নেমেছি। সময়েই সবটা বলবে।"
advertisement
advertisement
তিনি আরও বলছেন, "যে কোনও কাজেই হোমওয়ার্ক করা জরুরি। প্রস্তুতি নিতে হবে। জানতে হবে ওখানে কী কী সমস্যা রয়েছে। তার পরেই সেখানে কিছু সংশোধন করা যাবে। বাঁকুড়ার মানুষের ইচ্ছে, চাহিদা আগে জানি।"
তবে রাজনীতির ময়দানে তারকা পরিচয় নিয়ে নয়। শুধুমাত্র প্রার্থী পরিচয় নিয়েই কাজ করতে চান সায়ন্তিকা। এছাড়া জয়ী হওয়া নিয়ে অভিনেত্রী বলছেন, "জিতব কি না সেটা সময় বলবে। এখন কাজ করতে চাই।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'তারকা নয়, শুধু প্রার্থী হিসেবেই মানুষের জন্য কাজ করব'! বাঁকুড়া থেকে দাঁড়িয়ে বললেন সায়ন্তিকা
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement