সন্তু মুখোপাধ্যায় অভিনীত শেষ ছবি 'সাঁঝবাতি' ! খুব ভাল সঙ্গীত শিল্পী ছিলেন তিনি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সন্তু মুখোপাধ্যায় শুরুর দিকে নাচ শিখেছিলেন গোপাল ভট্টাচার্যর কাছে। তাঁর নাচ দেখলে মুগ্ধ হতে হয়।
#কলকাতা: দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ নিজের গলফগ্রিনের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বস্তিকা ও অজপা দুই মেয়েই তাঁর দেখা শোনা করছিলেন। তপন সিনহার ছবি 'রাজা' দিয়ে বাংলা ছবিতে অভিনয়ের শুরু করেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯। তাঁর মৃত্যুতে শোকাহত টলিউড।
সন্তু মুখোপাধ্যায় শুরুর দিকে নাচ শিখেছিলেন গোপাল ভট্টাচার্যর কাছে। তাঁর নাচ দেখলে মুগ্ধ হতে হয়। তিনি খুব ভাল গানও গাইতেন। রবীন্দ্র সঙ্গীত গাইতেন তিনি। সিনেমাতেও গান গেয়েছেন তিনি। তবে টলিউডে তাঁকে প্রথম নজর করেন পরিচালক তপন সিনহা। তখন সন্তু মুখোপাধ্যায়ের বয়স মাত্র ২৪ বছর। রাজা' ছবি দিয়েই টলিউডে কাজের সুচনা। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। উত্তম কুমারের মতো অভিনেতার সঙ্গেও কাজ করেছেন তিনি। কলঙ্কিনী কঙ্কাবতী-তে উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া তাঁর অভিনীত ছবি হাসমোনিয়াম-ও চীরকাল মনে রাখবে দর্শক। অনেকগুলো সিরিয়ালেও শেষের দিকে কাজ করেছেন এই অভিনেতা। তাঁর অভিনীত শেষ ছবি, 'দেবদাস, 'গোত্র' ও 'সাঁঝ বাতি'। সাঁঝবাতি' তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি। এই অভিনেতার চলে যাওয়ায় গভীর শোকের ছায়া গোটা টলিউডে।
advertisement
DEBAPRIYA DUTTA MAJUMDAR
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2020 12:12 AM IST