Rupa Bhattacharya|Dilip Ghosh: দিলীপ ঘোষকে একহাত নেওয়ার পরে নতুন পোস্টে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন রূপা

Last Updated:

Rupa Bhattacharya|Dilip Ghosh: অন্যদিকে সম্প্রতি বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) সিপিএম-এর মিছিলে তিনি হাঁটার পরে বলেছেন যে, তিনি নাকি রূপাকে চেনেনই না।

#কলকাতা: বিজেপি (BJP) ত্যাগ করেই সিপিএম-এর (CPIM) মিছিলে হাঁটার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না অভিনেত্রী রূপা ভট্টাচার্যের (Rupa Bhattacharya)। বিজেপিতে থাকা কালীন নাকি তিনি উঠতে বসতে সিপিএম-কে গালাগাল করতেন। এমন অভিযোগ উঠে আসছে চার দিক থেকে। আবার অন্যদিকে সম্প্রতি বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) সিপিএম-এর মিছিলে তিনি হাঁটার পরে বলেছেন যে, তিনি নাকি রূপাকে চেনেনই না। গতকাল সেই নিয়ে দিলীপ ঘোষকে একহাত নিয়েছিলেন রূপা। আর আজ ফের আরও এক‌‌টি পোস্ট করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চাইলেন।
রূপা লিখলেন, "একটি বিষয় শেষ ৩-৪ দিনে ফিরে ফিরে আসছে যে, দুবেলা সিপিআইএম-কে গালি না দিয়ে জল খাইনি এবং 'ছিপিএম' এসব ইত্যাদি প্রভৃতি বলেছি। আমি কি সত্যিই এগুলো বলেছি বা করেছি? না বোধহয়। সেটা কেউ দেখাতে পারবে না। উল্টে red volunteer দের কাজের প্রশংসা করেছি। অন্যায় অভিযোগ দিনের পর দিন কেউ করলে এবার প্রতিবাদ করবো। আমি একজন সচেতন নাগরিক। চেষ্টা করি প্রতিবাদ টাও dignified ভাবে করতে।"
advertisement
advertisement
সিপিএম-এর মিছিলে থাকার পর থেকেই প্রশ্ন উঠছিল, এবার কি তবে লাল শিবিরে রূপা? তাই পোস্টে রূপা লিখেছেন, "এই বক্তব্যর উদ্দেশ্য শুধু আমার নামে মিথ্যে অভিযোগের প্রতিবাদ করা। কোনো রাজনৈতিক দলে ঢোকার প্রস্তাবনা আবার ভাববেন না।"
গতকালই রূপা জানিয়েছেন, শুধু বিজেপি নয়। তিনি রাজনীতি ছাড়ছেন। সোশ্যাল মিডিয়ায় লেখেন, "রাজনীতি ছাড়লাম। কোনো দলের নেই আমি আর । মানুষের পাশে থাকবো শুধু একজন শিল্পী হিসেবে।" ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি জেতার কয়েক মাসের মধ্য়ে টলি পাড়ার বেশ কয়েকজন অভিনেতারা যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। তখন যোগ দেন রূপাও।
advertisement
সম্প্রতি বিজেপি ছাড়েন তিনি। আর তার পরেই সিপিএম-এর মিছিলে হাঁটেন। এই ঘটনা দেখে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, তিনি নাকি রূপাকে চিনতেনই না। তাঁর কথায়, বিজেপিতে একসঙ্গে অনেকে এসেছিলেন। কিন্তু সুবিধা করতে না পারায় চলে গিয়েছে। দিলীপের এহেন মন্তব্যের পাল্টা লম্বা পোস্ট লিখেছেন রূপা‌।
দিলীপকে তোপ দেগে তিনি লেখেন, "মাননীয় দিলীপ বাবু ,আপনি দিল্লিতে যখন মঞ্চে আমার গলায় উত্তরীয় পরিয়ে বিজেপিতে বরণ করেছিলেন যার ফুটেজ সব মিডিয়া হাউস বারবার দেখায় ) তখন আপনার সহজ সরল আপ্যায়নে মনে হয়েছিল আপনি আর যাই হন ভণ্ড নন।"
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupa Bhattacharya|Dilip Ghosh: দিলীপ ঘোষকে একহাত নেওয়ার পরে নতুন পোস্টে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন রূপা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement