Rukma Roy : খালি গলায় হিন্দি গান গেয়ে মন কাড়লেন ‘Desher Maati’র মাম্পি! নেটদুনিয়ায় প্রশংসার ঝড়...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rukma Roy : বর্তমানে 'দেশের মাটি' সিরিয়ালে মাম্পির চরিত্রে অভিনয় করছেন রুকমা রায়।
#কলকাতা : টেলিভিশন জগতের এই মুহূর্তের অন্যতম চর্চিত নাম অভিনেত্রী রুকমা রায় (Rukma Roy)। এই মুহূর্তে ইন্টারনেট সেনসেশন হয়ে দাঁড়িয়েছেন এই সুন্দরী টেলি তারকা। বর্তমানে 'দেশের মাটি' সিরিয়ালে মাম্পির চরিত্রে অভিনয় করছেন রুকমা। তার অভিনয় দক্ষতা পাশাপাশি তাঁর সাবলীল সৌন্দর্য মন জিতে নিয়েছে দর্শকদের। এমনকি ধারাবাহিকের মুখ্য নায়িকা শ্রুতি দাসের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গিয়েছে রুকমার জনপ্রিয়তা। এই নিয়ে নেটিজেনরাও দু-ভাগে ভাগ হয়ে গিয়েছেন ইতিমধ্যেই।
advertisement
advertisement
এহেন জনপ্রিয় তারকা রুকমা এদিন তাঁর অনুরাগীদের সামনে তুলে ধরলেন তার অপ্রকাশিত প্রতিভা। অভিনয়ের পাশাপাশি নাচে, গানে, ছবি আঁকাতেও চমক দেখছেন নায়ক-নায়িকাদের অনেকেই। তাই সুন্দরী রুকমা যে ভালো গানও করেন সেই কথা জানতে বিশেষ বাকি নেই তার অনুরাগীদের। সম্প্রতি রুকমা একটি গান গেয়ে শোনালেন নিজের অনুরাগীদের। তাঁর ইনস্টাগ্রামে সেই গানের ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী। আর সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে লেগেছে লাইক আর কমেন্টের বন্যা।
advertisement
advertisement
কারিনা কাপুর এবং শাহিদ কাপুর অভিনীত ‘Jab We Met’ ছবির ‘আয়োগে যব তুম ও সাজনা’ গানটি গেয়ে শোনালেন রুকমা। অভিনেত্রীর সুমধুর কন্ঠে মুগ্ধ হয়েছে নেটিজেনরা। রুকমা যে অনেক ভাষায় গান গাইতে পারেন সেই কথা একবার দিদি নাম্বার ওয়ান এর সেটে এসে ফাঁস করেছিলেন তার বান্ধবী শ্রীতমা চৌধুরী। আর সেই কথাই প্রমাণিত হলো তার এই গানের ভিডিওতে।
advertisement
advertisement
উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক কিরণমালার মাধ্যমে রুকমা টেলিজগতে কেরিয়ার শুরু করেছিলেন রুকমা। এই সিরিয়ালে তার বেশ পরিচিতি বাড়ে। তবে বর্তমানে তিনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক’ 'দেশের মাটি'তে মাম্পির চরিত্রে অভিনয় করছেন। রুকমা অভিনয়ের পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝেমধ্যেই নিজের বোল্ড ফটোশুটের কারণে নেটিজেনদের নেকনজরে থাকেন এই টলি-সুন্দরী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2021 11:45 PM IST