#কলকাতা: লাল হুডি পরা শুভশ্রী যেন ইংরেজি গল্পে পরা 'রেড রাইডিং হুড'। পুরুলিয়ায় হাড়হিম কর এক শীতের সকালে ভিডিওবন্দি হলেন নায়িকা, ভিডিওটি শ্যুট করলেন খোদ রাজ চক্রবর্তী! ভিডিওতেই শুভশ্রীকে দেখা যায় রাজকে, 'ভালবাসি' বলতে, থাকে রাজের জন্য আদরমাখা চুমুও। রাজও ঘরণীকে তুষ্ট করতে ভোলেন না... শুভশ্রীকে তারিফ করে বলেন, 'তুমি কী সুন্দর'... 'পরাণ যায় জ্বলিয়া রে' স্টার অবশ্য একটু বেশিই বিনয়ী, তিনি ঝটপট কথার পিঠে কথা বসিয়ে বলেন, 'জানি, প্রকৃতি খুব সুন্দর', রাজের পালটা জবাব, 'প্রকৃতি তো অবশ্যই সুন্দর, তুমিও কী সুন্দর'... সবমিলিয়ে পুরুলিয়ায় শীতের সকালে রাজ-শুভশ্রীর উষ্ঞ প্রেমপর্বের ভিডিও এই মুহূর্তে কাঁপিয়ে বেরাচ্ছে নেট দুনিয়া।
দেখুন সেই ভিডিও--View this post on Instagram
পুরুলিয়ায় আগামী ছবি 'বিসমিল্লা'-র শ্যুটিংয়ে গিয়েছেন রাজ-শুভশ্রী। কাজের ফাঁকে তাঁদের রোম্যান্স জমে কুলপি। পাহাড়ের কোলে শ্যুটিং লোকেশনখানাও জব্বর... খোলা মাঠ, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, হাত বাড়ালেই পাহাড় ! রয়েছে বেশ ক'খানা ময়ূরও। তাদের সঙ্গে ব্যাপক দোস্তি হয়েছে শুভশ্রীর, শিষ দিয়ে তাদের ডাকতেও দেখা যায়, এমনকী রাজকে ময়ূরের ডাকও ডেকে শোনান শুভশ্রী। গাছে তলায়, খোলা হাওয়ায় রাজ-শুভশ্রীর 'লাঞ্চ-ডেট' -ও ছিল পারফেক্ট!
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।