হোম /খবর /বিনোদন /
'তোমায় ভালবাসি', তারপর চুমু...পুরুলিয়ায় একান্তে দুষ্টু-মিষ্টি রাজ-শুভশ্রী

'তোমায় ভালবাসি', তারপর আদরমাখা চুমু...পুরুলিয়ায় একান্তে দুষ্টু-মিষ্টি রাজ-শুভশ্রী

পুরুলিয়ায় কেমন সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী ? দেখুন--

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: লাল হুডি পরা শুভশ্রী যেন ইংরেজি গল্পে পরা 'রেড রাইডিং হুড'। পুরুলিয়ায় হাড়হিম কর এক শীতের সকালে ভিডিওবন্দি হলেন নায়িকা, ভিডিওটি শ্যুট করলেন খোদ রাজ চক্রবর্তী! ভিডিওতেই শুভশ্রীকে দেখা যায় রাজকে, 'ভালবাসি' বলতে, থাকে রাজের জন্য আদরমাখা চুমুও। রাজও ঘরণীকে তুষ্ট করতে ভোলেন না... শুভশ্রীকে তারিফ করে বলেন, 'তুমি কী সুন্দর'... 'পরাণ যায় জ্বলিয়া রে' স্টার অবশ্য একটু বেশিই বিনয়ী, তিনি ঝটপট কথার পিঠে কথা বসিয়ে বলেন, 'জানি, প্রকৃতি খুব সুন্দর', রাজের পালটা জবাব, 'প্রকৃতি তো অবশ্যই সুন্দর, তুমিও কী সুন্দর'... সবমিলিয়ে পুরুলিয়ায় শীতের সকালে রাজ-শুভশ্রীর উষ্ঞ প্রেমপর্বের ভিডিও এই মুহূর্তে কাঁপিয়ে বেরাচ্ছে নেট দুনিয়া।

দেখুন সেই ভিডিও--
View this post on Instagram

@rajchoco

A post shared by Subhashree Ganguly Official (@subhashreespeaks) on

পুরুলিয়ায় আগামী ছবি 'বিসমিল্লা'-র শ্যুটিংয়ে গিয়েছেন রাজ-শুভশ্রী। কাজের ফাঁকে তাঁদের রোম্যান্স জমে কুলপি। পাহাড়ের কোলে শ্যুটিং লোকেশনখানাও জব্বর... খোলা মাঠ, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, হাত বাড়ালেই পাহাড় ! রয়েছে বেশ ক'খানা ময়ূরও। তাদের সঙ্গে ব্যাপক দোস্তি হয়েছে শুভশ্রীর, শিষ দিয়ে তাদের ডাকতেও দেখা যায়, এমনকী রাজকে ময়ূরের ডাকও ডেকে শোনান শুভশ্রী। গাছে তলায়, খোলা হাওয়ায় রাজ-শুভশ্রীর 'লাঞ্চ-ডেট' -ও ছিল পারফেক্ট!

View this post on Instagram

lunch time at #purulia

A post shared by Subhashree Ganguly Official (@subhashreespeaks) on

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Purulia bismillah shooting, Raj subhashree