কোলে সন্তান, চলছে রাত জাগা! তার মধ্যেই সামনে এল শুভশ্রীর নতুন ছবির পোস্টার! দেখুন...

Last Updated:

লকডাউনের আগেই শেষ হয়েছিল ছবির শ্যুটিং৷ শুভশ্রী ছাড়া রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷

#কলকাতা: ছোট্ট ইউভানকে নিয়ে ব্যস্ত মা শুভশ্রী৷ ইতিমধ্যেই বাবা রাজ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন৷ ঘরে সন্তানকে সামলাচ্ছেন মা৷ আপাতত ছবির কাজ থেকে কিছুদিন দূরেই থাকতে হবে তাঁকে৷ কিন্তু এরমধ্যেই সামনে চলে এল শুভশ্রীর নতুন ছবির পোস্টার৷ অর্থাৎ বাড়িতে সন্তান পালনে ব্যস্ত থাকলেও শীঘ্রই দর্শকদের সামনে আসবেন তাঁদের প্রিয় অভিনেত্রী৷ এখানেও তিনি এক ওয়ার্কিং মাদারের বা কর্মরতা মায়ের ভূমিকায় রয়েছেন৷ মূলত যেভাবে সমাজে সকলের ফোনের প্রতি আসক্তি বাড়ছে, তা নিয়েই ছবি তৈরি করেছেন রাজ৷ সম্প্রতী মুক্তি পেল ছবির পোস্টার৷ বড়দিনে মুক্তি পেতে চলেছে ছবি হাবজি গাবজি৷ ছবির পোস্টার থেকেই স্পষ্ট যে একই পরিবারের সকলে ফোনে ব্যস্ত থাকার ফলে একে অপরের থেকে কতটা দূরে সরে যাচ্ছেন৷
অনলাইন গেমের প্রতি আশক্তি রয়েছে সকলের৷ এবং এর থেকে ঘটে যাচ্ছে মারাত্মক সব ঘটনা৷ এমনকি মৃত্যুও পর্যন্ত ঘটছে৷ তবে শুধুমাত্র নতুন প্রজন্মের ওপর দোষ দিলে চলবে না, কারণ অনেকক্ষেত্রেই কর্মরত বাবা-মায়েরা ছেলেমেয়েদের ব্যস্ত রাখতে তাদের হাতে তুলে দিচ্ছেন মোবাইল৷ এতে ছোটদের নেশাও বাড়ছে৷ এই গল্পকে পাথেয় করে ছবি বানালেন রাজ৷
advertisement
advertisement
advertisement
লকডাউনের আগেই শেষ হয়েছিল ছবির শ্যুটিং৷ শুভশ্রী ছাড়া রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷ উত্তরবঙ্গে হয়েছে ছবির একাংশ শ্যুটিং৷ পরম ও শুভশ্রী এই প্রথম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন৷ অন্যদিকে প্রলয়ের পর আবার পরমের সঙ্গে কাজ করছেন রাজ৷ রয়েছেন সাম্যন্তকও৷ ছবির পরিচালক রাজ চক্রবর্তী৷ চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত৷ ছবিতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ও চিত্রগ্রাহক মানস গঙ্গোপাধ্যায়৷ আগে এই ছবি মুক্তির কথা ছিল মে মাসে৷ তবে করোনার ফলে সব হিসেব পাল্টে গিয়েছে৷ আপাতত ছবি মুক্তি পাবে বড়দিনেই৷
advertisement
advertisement
এর আগে রাজের ছবি পরীণিতা প্রসংশা কুড়িয়েছিল৷ তারপর তাঁর ছবি ধর্মযুদ্ধ নিয়েও হয়েছিল চর্চা৷ এরপর আবার আসছে হাবজি গাবজি৷ এখন শুভশ্রীকে পর্দায় দেখতে উৎসুক তাঁর ভক্তরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোলে সন্তান, চলছে রাত জাগা! তার মধ্যেই সামনে এল শুভশ্রীর নতুন ছবির পোস্টার! দেখুন...
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement